শেষের ধসে রংপুরকে খুলনার জয় ‘উপহার’
ম্যাচ জিততে শেষ দুই ওভারে খুলনা টাইগার্সের প্রয়োজন ছিল ১৮ রান। মাহিদুল ইসলাম অঙ্কন, ইমরুল কায়েস, মোহাম্মদ নাওয়াজ ও আবু হায়দার রনির মতো ব্যাটার থাকায় কাজটা সহজই ছিল খুলনার জন্য। তবে ১৯তম ওভারে বোলিংয়ে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আকিফ জাভেদ। প্রথম বলে কোন রান না দেয়া বাঁহাতি পেসার পরের বলে ফিরিয়েছেন অঙ্কনকে। এক চারে ৫ রান করা ইমরুলকে নিজের শিকার বানিয়েছেন ওভারের শেষ ডেলিভারিতে। সেই ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে রংপুর রাইডার্সকে ম্যাচে ফেরান আকিফ।