promotional_ad

লিটন-রিশাদ-নাহিদকে নিয়ে কেমন হলো পিএসএলের ৬ দলের স্কোয়াড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নাহিদ রানা (বামে), লিটন দাস (মাঝে) ও রিশাদ হোসেন (ডানে), ক্রিকফ্রেঞ্জি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে বিভিন্ন ক্যাটাগরি মিলে নাম দিয়েছিলেন বাংলাদেশের ৩৯ ক্রিকেটার। সেখান থেকে দল পেয়েছেন মাত্র ৩ জন। পিএসএলের এবারের আসরে করাচিং কিংসের হয়ে উইকেটকিপার ব্যাটার লিটন দাস, পেশাওয়ার জালমিতে পেসার নাহিদ রানা এবং লাহোর কালান্দার্সের হয়ে খেলতে দেখা যাবে লেগ স্পিনার রিশাদ হোসেনকে।

promotional_ad

নাম দিলেও মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, সাব্বির রহমান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও ইয়াসির আলী রাব্বির মতো ক্রিকেটারদের দলে নিতে আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি। ফলে ৩৯ ক্রিকেটারের ৩৬ জনেরই পিএসএলে দল পাওয়া হয়নি।


আরো পড়ুন

পিএসএলে বাংলাদেশের ৩ ক্রিকেটার, দল পেলেন না সাকিব-মুস্তাফিজ

১৩ জানুয়ারি ২৫
পিএসএলে দেখা যাবে বাংলাদেশের ৩ ক্রিকেটারকে

ড্রাফট শেষে ৬ দলের চূড়ান্ত স্কোয়াড-


লাহোর কালান্দার্স-


ফখর জামান, শাহীন শাহ আফ্রিদি, ড্যারিল মিচেল, হারিস রউফ, সিকান্দার রাজা, কুশল পেরেরা, আব্দুল্লাহ শফিক, জাহানদাদ খান, জামান খান, ডেভিড ভিসে, আসিফ আফ্রিদি, আসিফ আলী, মোহাম্মদ আখলাক, রিশাদ হোসেন, মুহাম্মদ নাইম, সালমান আলী মির্জা, টম কারান, মমিন কামার এবং মুহাম্মদ আজাব।


পেশাওয়ার জালমি-



promotional_ad

বাবর আজম, সাইম আইয়ুব, টম কোহলার-ক্যাডমোর, মোহাম্মদ হারিস, কর্বিন বশ, মোহাম্মদ আলী, হুসাইন তালাত, নাহিদ রানা, আব্দুল সামাদ, আরিফ ইয়াকুব, মেহরান মুমতাজ, সুফিয়ান মুকিম, ম্যাক্স ব্রায়ান্ট, নাজিবউল্লাহ জাদরান, আহমেদ দানিয়াল, আলজারি জোসেফ, আলী রাজা এবং মাজ সাদাকাত।


আরো পড়ুন

পিএসএল খেলতে ইসিবির কাছে এনওসির স্পষ্টতা চান ইংলিশ ক্রিকেটাররা

৬ ঘন্টা আগে
পিএসএলে পেশাওয়ার জালমির হয়ে খেলবেন টম কোহলার-ক্যাডমোর

করাচি কিংস-


আব্বাস আফ্রিদি, অ্যাডাম মিলনে, ডেভিড ওয়ার্নার, হাসান আলী, জেমস ভিন্স, খুশদিল শাহ, ইরফান খান নিয়াজী, শান মাসুদ, আমের জামাল, আরাফাত মিনহাস, টিম সেইফার্ট, জাহিদ মেহমুদ, লিটন দাস, মীর হামজা, কেন উইলিয়ামসন, মির্জা মামুন, মোহাম্মদ নবি, ওমাইর বিন ইউসুফ, ফাওয়াদ আলী এবং রিয়াজউল্লাহ


মুলতান সুলতানস-


মোহাম্মদ রিজওয়ান, উসামা মীর, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, ইফতিখার আহমেদ, ‍উসমান খান, ক্রিস জর্ডান, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, ফয়সাল আকরাম, আকিফ জাভেদ, গুড়াকেশ মোতি, জশুয়া লিটল, তৈয়ব তাহির, আমের আজমত, জনসন চার্লস, ইয়াসির খান, শহীদ আজিজ এবং উবাইদ শাহ।



ইসলামাবাদ ইউনাইটেড-


নাসিম শাহ, শাদাব খান, ম্যাথু শর্ট, আজম খান, ইমাদ ওয়াসিম, জেসন হোল্ডার, হায়দার আলী, সালমান আলী আঘা, বেঞ্জামিন, কলিন মুনরো, রুম্মন রাইস, আন্দ্রেস গুস, মোহাম্মদ নাওয়াজ, সালমান ইরশাদ, রাসি ভ্যান ডার ডাসেন, রাইলি মেরিডিথ, স্যাম বিলিংস, হুনাইন শাহ, সাদ মাসুদ।


কোয়েটা গ্লাডিয়েটর্স-


ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, আবরার আহমেদ, মোহাম্মদ আমির, রাইলি রুশো, আকিল হোসেন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাউদ সাকিল, ফাহিম আশরাফ, খাওয়াজা নাফে, উসমান তারিক, হাসিবউল্লাহ খান, খুররাম শাহজাদ, মোহাম্মদ জিসান, দানিশ আজিজ, কুশল মেন্ডিস, শন অ্যাবট, কাইল জেমিসন এবং হাসান নাওয়াজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball