কিন্তু শনিবার হঠাৎ করেই নিলামের তালিকা থেকে বাদ পড়েন ৯ জন ক্রিকেটার। চূড়ান্ত তালিকায় তাদের নাম না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে ছয় জন ভারতীয় এবং তিন জন বিদেশি।
ভারতীয় ক্রিকেটার মানি সরকার, মুরা সিং, চামা মিলিন্দ, কে এল শ্রীজিৎ, স্বস্তিক চিকারা, রাহুল রাজ নামালা ও বিরাট সিং, সবারই ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। বিদেশিদের মধ্যে মালয়েশিয়ার বীরান্দিপ সিংয়ের ভিত্তিমূল্যও ছিল ৩০ লাখ রুপি।
আন্তর্জাতিক ক্রিকেটে ১১০ ম্যাচ খেলা এই অলরাউন্ডার টি-টোয়েন্টিতে তিন হাজারের বেশি রান করেছেন এবং নিয়েছেন ১০৫ উইকেট। সাউথ আফ্রিকার ইথান বশ ও অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিনের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি।
সাড়ে তিনশ জনের তালিকায় অন্তর্ভুক্ত করার পর এই ৯ জনকে কেন বাদ দেয়া হলো, সে বিষয়ে আইপিএলের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি অকশন।