promotional_ad

লিটন-তানজিদের সেঞ্চুরির দিনে বিপিএলে যত রেকর্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দুর্বার রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি করেছেন লিটন দাস (বামে) ও তানজিদ হাসান তামিম (ডানে), ক্রিকফ্রেঞ্জি
বাজে ফর্মের কারণে বেশ কিছুদিন যাবত আলোচনায় ছিলেন লিটন দাস। কদিন আগে ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকে বাদ পড়ায় আলোচনাটা আরও বেশি জোরালো হয়। তবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিরেই ৭৩ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ওপেনার। ওমন ইনিংসেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকদের মন গলাতে পারেননি লিটন। ১২ জানুয়ারি ঘোষিত বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাই জায়গা হয়নি তাঁর।

promotional_ad

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ায় পুরো দিন জুড়েই আলোচনায় ছিলেন লিটন। ওয়ানডে দল থেকে বাদ পড়ার দিনে বিপিএলে বিধ্বংসী এক সেঞ্চুরি করেছেন তিনি। দুর্বার রাজশাহীর বিপক্ষে ২৪ বলে হাফ সেঞ্চুরি পাওয়া ডানহাতি ব্যাটার একশ ছুঁয়েছেন ৪৪ বলে। শফিউল ইসলামের শেষ বলে ছক্কা মেরে অপরাজিত ছিলেন ৫৫ বলে ১২৫ রানের ইনিংস খেলে। ১০টি চারের সঙ্গে ৯টি ছক্কাও মেরেছেন তিনি। 


আরো পড়ুন

লিটন-রিশাদ-নাহিদকে নিয়ে কেমন হলো পিএসএলের ৬ দলের স্কোয়াড

১৩ জানুয়ারি ২৫
নাহিদ রানা (বামে), লিটন দাস (মাঝে) ও রিশাদ হোসেন (ডানে), ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশের ব্যাটারদের মাঝে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন লিটন। তামিম ইকবালের ৫০ বলের সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। বিপিএলের ৪০ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা অবশ্য পাকিস্তানের ব্যাটার আহমেদ শেহজাদের। লিটনের এমন ব্যাটিংয়ের দিনে সেঞ্চুরি পেয়েছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও। ইনিংসের শেষ ওভারে ফেরার আগে করেছেন ১০৮ রান। 



promotional_ad

বিপিএলের ইতিহাসে প্রথমবারের দুই ওপেনার একই ম্যাচে সেঞ্চুরি করেছেন। তারা দুজনে মিলে গড়েছেন ২৪১ রানের জুটি। তাতে উদ্বোধনী জুটিতে শাহরিয়ার নাফীস ও লুই ভিনসেন্টের অবিচ্ছিন্ন ১৯৭ রানের জুটির রেকর্ড ভেঙেছেন লিটন ও তানজিদ।  ২০১৩ সালে দুরন্ত রাজশাহীর বিপক্ষে এই জুটি গড়েছিলেন খুলনা রয়্যাল বেঙ্গলসের এই দুই ওপেনার। শুধু উদ্বোধনী জুটিই নয় বিপিএলের সবচেয়ে বেশি রানের জুটিও গড়েছেন তানজিদ ও লিটন।


আরো পড়ুন

লিটন-সাকিবকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

১২ জানুয়ারি ২৫
ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জেতা বাংলাদেশ দল, ফাইল ফটো

২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ২০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইল। রংপুর রাইডার্সের দুই ব্যাটারের রেকর্ড ভেঙে ২৪১ রানের জুটি গড়েছেন বাংলাদেশের তানজিদ ও লিটন। টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের চেয়ে বেশি রানের জুটি আছে কেবল একটি। 



তাদের দুজনের সেঞ্চুরিতে ২৫৪ রানের পুঁজি পেয়েছে ঢাকা। বিপিএলে এটিই সর্বোচ্চ রানের পুঁজি। ২০১৯ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৩৯ রান করেছিল রংপুর। বিপিএলের গত আসরে একই দলের সঙ্গে ২৩৯ রানের পুঁজি পেয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই দলের রেকর্ডই ভেঙে দিয়েছে ঢাকা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball