ম্যানেজারের ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলের নিলামে শুধুই ‘ব্যাটার’

আইপিএল
ম্যানেজারের ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলের নিলামে শুধুই ‘ব্যাটার’
ক্যামেরন গ্রিন, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এবারের অ্যাশেজে ক্যামেরন গ্রিনকে দেখা যাচ্ছে অলরাউন্ডার হিসেবেই। দুই টেস্টেই তিনি ব্যাটিং ও বোলিং-দুটোই করেছেন। তবে আইপিএল নিলামের জন্য তাকে ‘ব্যাটার’ ক্যাটাগরিতে রাখায় বিষয়টি নিয়ে তৈরি হয়েছিল সংশয়।

আইপিএল নিলামের ঠিক দুই দিন আগে বিষয়টি পরিষ্কার করেছেন গ্রিন নিজেই। ২৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে এবারের নিলামের বড় আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে, আর তার ক্যাটাগরি ঘিরে বিভ্রান্তি দলগুলোর আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছিল।

অ্যাডিলেইডে অ্যাশেজ প্রস্তুতির আগে সংবাদমাধ্যমকে গ্রিন বলেন, 'নিলামের নিবন্ধনের সময় আমার ম্যানেজার ভুল করে অন্য বক্সে টিক দিয়ে ফেলেছে। তার দিক থেকেই মূলত ঝামেলাটি হয়েছে।'

নিজের বোলিং প্রস্তুতি নিয়ে গ্রিন বলেন, 'বোলিংয়ের জন্য আমি পুরোপুরি প্রস্তুত। সে ‘ব্যাটার’ বোঝাতে চায়নি। আমার ধারণা, দুর্ঘটনাবশত ভুল বক্স নির্বাচন করে ফেলেছে। পুরো ব্যাপারটা আসলে বেশ মজার।'

২০২৩ আইপিএলের নিলামে সাড়ে ১৭ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ভারতীয় ও অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে ধারণা করা হচ্ছে, এবারের নিলামেও সবচেয়ে দামি ক্রিকেটার হতে পারেন গ্রিন।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'এসব নিয়ে খুব বেশি ভাবছি না, তবে নিলামটা যে দারুণ আগ্রহের, সেটা বুঝতে পারছি। নিশ্চিতভাবেই আমি নিলাম দেখব। কোন দলে যাব, দলে আর কারা থাকবে, এসব দেখা সবসময়ই মজার। অনেকটা লটারির মতো, কী হবে কেউ আগে থেকে জানে না।'

আরো পড়ুন: ক্যামেরন গ্রিন