ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার

বিপিএল
ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
ঢাকায় শোয়েব আখতার, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ‘ঢাকা, আমি আসছি অনেক দিন পর’ লিখে জানান দিয়েছিলেন শোয়েব আখতার। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দিবাগত শনিবার মধ্যরাতে ঢাকায় পৌঁছান পাকিস্তানের কিংবদন্তি এই পেসার।

খেলোয়াড়ি জীবনে বাংলাদেশে একাধিকবার এলেও এবার তার পরিচয় ভিন্ন। ৫০ বছর বয়সী শোয়েব আখতার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করতে এসেছেন, যা তার ক্রিকেট-পরবর্তী ক্যারিয়ারে নতুন একটি অধ্যায়।

ঢাকা ক্যাপিটালস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুশৃঙ্খল দল গড়ে তোলার লক্ষ্যে শোয়েবের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাঠের ভেতরে ও বাইরে দলের দিকনির্দেশনায় তার আন্তর্জাতিক অভিজ্ঞতা ও নেতৃত্ব বড় ভূমিকা রাখবে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।

এই সফরে অবশ্য খুব বেশি সময় ঢাকায় থাকছেন না শোয়েব। জানা গেছে, তিনি আপাতত দুই দিন অবস্থান করবেন এবং পরে আবার আসবেন। বিপিএলের দ্বাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর।

পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন শোয়েব আখতার। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বল করার স্বীকৃতি পাওয়া এই পেসার গতির কারণেই আলাদা পরিচিতি পেয়েছেন।

২০১১ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন শোয়েব। বর্তমানে তিনি পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ক্রিকেট বিশ্লেষক হিসেবে নিয়মিত কাজ করছেন।

আরো পড়ুন: শোয়েব আখতার