promotional_ad

লিটন-তানজিদের মোমেন্টাম না ভাঙতে পারার আফসোস রাজশাহীর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
লিটন-তানজিদের মোমেন্টাম না ভাঙতে পারার আফসোস রাজশাহীর, ক্রিকফ্রেঞ্জি
লিটন দাস এবং তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে পাত্তাই পায়নি দুর্বার রাজশাহী। ২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে এ দিন মাত্র ১০৫ রানে গুঁটিয়ে গেছে দলটি।

promotional_ad

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪৭ রান আসে রায়ান বার্লের ব্যাটে। এ দিন দলটির হয়ে দুই অঙ্ক স্পর্শ করেছেন আর তিন জন। সাব্বির হোসেন ১১, ইয়াসির আলী ১৭ এবং সানজামুল ইসলাম ১১ রান করেছেন।


আরো পড়ুন

লিটন-রিশাদ-নাহিদকে নিয়ে কেমন হলো পিএসএলের ৬ দলের স্কোয়াড

১৩ জানুয়ারি ২৫
নাহিদ রানা (বামে), লিটন দাস (মাঝে) ও রিশাদ হোসেন (ডানে), ক্রিকফ্রেঞ্জি

পাওয়ার প্লে'তে ৩৪ রান তুলতে দলটি হারিয়েছে চার উইকেট। উড়ন্ত সূচনা না পাওয়ার কারণে বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছে রাজশাহী, এমনটাও জানিয়েছেন এসএম মেহরব। ম্যাচ শেষে কোনো অজুহাতই দেননি তিনি।



promotional_ad

ঢাকাকেই পুরো কৃতিত্ব দিয়ে দূর্বার রাজশাহীর এই অলরাউন্ডার বলেন, 'আমার কাছে মনে হয় সবকিছু মিলিয়ে আমাদের খারাপ দিন গেছে। আমরা এক্সিকিউশান করার চেষ্টা করেছি, হয়নি। বোলাররা চেষ্টা করেছে। শিশির একটা ফ্যাক্ট অবশ্যই। সবাই চেষ্টা করেছে, সবার জায়গা থেকে। দুর্ভাগ্যবশত হয়নি।'


আরো পড়ুন

‘ভালো না খেললে বাদ পড়তে হবে’, বাস্তবতা মানলেও লিটনকে মিস করবেন তানজিদ

১৫ জানুয়ারি ২৫
তানজিদ হাসান তামিম (বামে), লিটন দাস (ডানে), ক্রিকফ্রেঞ্জি

ঢাকার হয়ে এ দিন ৫৫ বলে দশটি চার ও ৯টি ছক্কায় ১২৫ রান করেন লিটন দাস। দারুণ এক সেঞ্চুরিতে অপরাজিত ছিলেন তিনি। অপরদিকে ৬৪ বলে ১০৮ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। তাদের মোমেন্টাম না ভাঙতে পারার আফসোসও আছে মেহরবের।



'ওরা একটা মোমেন্টামে ছিল, সেটাতেই ওরা খেলে গেছে। আমরা ওইটা ভাঙতে পারিনি। ওখানে যদি আমরা মোমেন্টামটা ভেঙে দিতে পারতাম তাহলে রানটা আরও কিছু কমতো। ২৫৫ রান অতিক্রম করতে গেলে সেখানে প্রথম থেকেই খেলা লাগত। আমরা খুব বাজে ব্যাটিং করেছি। হয়তো আমরা ১৮০-৯০ রান করতে পারতাম। কিন্তু হয়নি। আমরা চাপ নিয়েছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball