লিটন-তানজিদের মোমেন্টাম না ভাঙতে পারার আফসোস রাজশাহীর

ছবি: লিটন-তানজিদের মোমেন্টাম না ভাঙতে পারার আফসোস রাজশাহীর, ক্রিকফ্রেঞ্জি

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪৭ রান আসে রায়ান বার্লের ব্যাটে। এ দিন দলটির হয়ে দুই অঙ্ক স্পর্শ করেছেন আর তিন জন। সাব্বির হোসেন ১১, ইয়াসির আলী ১৭ এবং সানজামুল ইসলাম ১১ রান করেছেন।
পিএসএল থেকে কিছুই আনতে পারিনি, পাওয়ার চেয়ে হারালাম বেশি: লিটন
১৩ এপ্রিল ২৫
পাওয়ার প্লে'তে ৩৪ রান তুলতে দলটি হারিয়েছে চার উইকেট। উড়ন্ত সূচনা না পাওয়ার কারণে বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছে রাজশাহী, এমনটাও জানিয়েছেন এসএম মেহরব। ম্যাচ শেষে কোনো অজুহাতই দেননি তিনি।

ঢাকাকেই পুরো কৃতিত্ব দিয়ে দূর্বার রাজশাহীর এই অলরাউন্ডার বলেন, 'আমার কাছে মনে হয় সবকিছু মিলিয়ে আমাদের খারাপ দিন গেছে। আমরা এক্সিকিউশান করার চেষ্টা করেছি, হয়নি। বোলাররা চেষ্টা করেছে। শিশির একটা ফ্যাক্ট অবশ্যই। সবাই চেষ্টা করেছে, সবার জায়গা থেকে। দুর্ভাগ্যবশত হয়নি।'
অভিষেক রাঙিয়ে রাতুলের ৫ উইকেট, জিতল রূপগঞ্জ
২৫ মার্চ ২৫
ঢাকার হয়ে এ দিন ৫৫ বলে দশটি চার ও ৯টি ছক্কায় ১২৫ রান করেন লিটন দাস। দারুণ এক সেঞ্চুরিতে অপরাজিত ছিলেন তিনি। অপরদিকে ৬৪ বলে ১০৮ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। তাদের মোমেন্টাম না ভাঙতে পারার আফসোসও আছে মেহরবের।
'ওরা একটা মোমেন্টামে ছিল, সেটাতেই ওরা খেলে গেছে। আমরা ওইটা ভাঙতে পারিনি। ওখানে যদি আমরা মোমেন্টামটা ভেঙে দিতে পারতাম তাহলে রানটা আরও কিছু কমতো। ২৫৫ রান অতিক্রম করতে গেলে সেখানে প্রথম থেকেই খেলা লাগত। আমরা খুব বাজে ব্যাটিং করেছি। হয়তো আমরা ১৮০-৯০ রান করতে পারতাম। কিন্তু হয়নি। আমরা চাপ নিয়েছি।'