কর্নাটকের মন্ত্রিসভা এ বিষয়ে নীতিগত সম্মতি দিলেও চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব দেয়া হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রককে। ডি’কুনহা কমিশনের সব প্রস্তাব মেনে নেয়ার শর্তে স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি দেয়া হবে বলে জানানো হয়েছে।
সিদ্ধান্ত প্রসঙ্গে কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, 'আমরা আইপিএলের ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ইতিবাচক আছি। স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরকে বলেছি কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠক করতে।'
ডি’কুনহা কমিশনের রিপোর্ট মানার বিষয়ে শিবকুমার স্পষ্ট করে বলেন, 'ফলাফল নিয়ে আমরা ইতিবাচক। বরাবরই চাই এ রাজ্যে হোক আইপিএলের ম্যাচ। আগে যা হয়েছে ঠিক হয়নি, কিন্তু বেঙ্গালুরুর গর্বে দাগ লাগুক, এটা কখনওই চাই না।'
এর আগে কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার নির্বাচনের পরও তিনি বলেছিলেন, 'ভবিষ্যতে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে চাই। কেএসসিএ স্টেডিয়ামে অনুষ্ঠান আয়োজন করতে হবে আইন মেনে এবং ভিড় নিয়ন্ত্রণের দিকে বাড়তি নজর রেখে। আমরা আইপিএল অন্য কোনও রাজ্যে সরে যেতে দেব না।'
এদিকে কর্নাটক সরকার নির্দেশ দিয়েছে, চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের আগে পূর্ণাঙ্গ পরিকাঠামোগত ও নিরাপত্তা পরীক্ষা করাতে হবে। এই পরীক্ষা হবে ‘ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ়’-এর বিশেষজ্ঞদের অধীনে। তাদের রিপোর্টের ভিত্তিতেই নির্ধারিত হবে স্টেডিয়ামটি আদৌ আইপিএল ম্যাচ আয়োজনের উপযুক্ত কি না।