হেলস-কার্টির জোড়া ফিফটিতে সাকিবদের বড় হার
ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান করে অ্যান্টিগা। এই রান ৮ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ত্রিনবাগো।
ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান করে অ্যান্টিগা। এই রান ৮ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ত্রিনবাগো।
সবশেষ অস্ট্রেলিয়া সফরের সময়ই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কয়েক মাসের ব্যবধানে আইপিএল ও ভারতের ক্রিকেটও ছেড়ে দিয়েছেন ডানহাতি এই অফ স্পিনার। ভারতের ক্রিকেট থেকে অবসর নেয়ায় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ হচ্ছে তার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের আগামী আসরে খেলতে চান অশ্বিন।
ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে অবসর নিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি নিজেই এ ঘোষণা দেন। আইপিএল ছাড়লেও ভারতের অন্যান্য লিগে খেলে যাবেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসর নিয়ে ওঠা স্পট ফিক্সিং কাণ্ডের তদন্ত শেষে আমিনুল ইসলাম বুলবুলের হাতে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। আগামী মাসের শেষের দিকে দেয়া হবে চূড়ান্ত রিপোর্ট। বিসিবি সভাপতির হাতে চূড়ান্ত রিপোর্ট না আসার আগ পর্যন্ত কোনো অভিযুক্ত ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি কিংবা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করবে না দেশের ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
চলতি বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এসএ টোয়েন্টি লিগের চতুর্থ আসরের নিলাম। সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টির নিলামের জন্য নিবন্ধন করেছেন ৭৮২ জন ক্রিকেটার। যেখানে ৪৫৪ জন বিদেশি এবং ৩২৮ জন সাউথ আফ্রিকার ক্রিকেটার নিবন্ধন করেছেন। সেই তালিকায় আছেন বাংলাদেশের ২৩ ক্রিকেটার। এমন তথ্যই জানিয়েছে ক্রিকবাজ।
আইএল টি-টোয়েন্টির দল গালফ জায়ান্টসের কোচিং প্যানেলে বড় পরিবর্তন এসেছে। আসন্ন মৌসুমের জন্য তারা প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জোনাথন ট্রটকে। আর বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে শেন বন্ডকে।
ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ড্যারেন ব্রাভোকে ফিরিয়ে পাঁচশ উইকেট ছুঁতে আরেকধাপ এগিয়েছিলেন সাকিব আল হাসান। তবে পরের ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে বাংলাদেশের অলরাউন্ডার ছিলেন উইকেটশূন্য। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে অপেক্ষার প্রহর ফুরালেন তিনি। নিয়েছেন নাভিয়ান বিদাইসি ও কাইল মেয়ার্সের উইকেটও। ২ ওভার বোলিংয়ের সুযোগ পেয়ে ১১ রান খরচায় অ্যান্টিগাকে তিনটা উইকেট এনে দিয়েছেন সাকিব।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খুব বেশি বোলিংয়ের সুযোগ হচ্ছিল না সাকিব আল হাসানের। সবশেষ কয়েক ম্যাচের মতো সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষেও বাংলাদেশের অলরাউন্ডার বোলিংয়ে এলেন ইনিংসের শেষের দিকে। ১৫তম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে অধিনায়ক ইমাদ ওয়াসিমের চাওয়া পূরণ করে উইকেট এনে দিতে একটুও দেরি করলেন না। সাকিবের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে অন সাইডে খেলতে চেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান।
ভালো মানের বিদেশি ক্রিকেটার না পাওয়ায় লম্বা সময় জাতীয় দল কিংবা ক্রিকেটের বাইরে থাকা অচেনা ক্রিকেটারদের দলে টানে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। বাংলাদেশের লিগের গত আসরে খেলে যাওয়া অনেক বিদেশি ক্রিকেটারের নামই জানতেন না অনেকে। বিপিএল চলাকালীনই বিদেশি ক্রিকেটারের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন খালেদ মাহমুদ সুজন। কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের সাবেক অধিনায়ক আবারও প্রশ্ন তুললেন। সুজনের মতে, গত বিপিএলে খেলে যাওয়া বিদেশি ক্রিকেটারদের চেয়ে বাংলাদেশের ‘এ’ দলের ক্রিকেটারদের মান অনেক ভালো।
এসএ টোয়েন্টির দল প্রিটোরিয়া ক্যাপিটালসের নতুন প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। এসএ টোয়েন্টির চতুর্থ আসরের পর্দা উঠবে ২৬ ডিসেম্বর। তিনি প্রিটোরিয়া ক্যাপিটালসে জনাথন ট্রটের স্থলাভিষিক্ত হয়েছেন।
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন বিরাট কোহলি। এখন তার নজর মূলত ওয়ানডে ক্রিকেট এবং আইপিএলে। ওয়ানডে ক্রিকেটে পুরো ৫০ ওভার ফিল্ডিং করতে হয়, তবে আইপিএলে চাইলে ব্যাটিংয়ের পরই বিশ্রামে যাওয়া যায়। কারণ সেখানে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ব্যবস্থায় একজন খেলোয়াড় শুধুই ব্যাটিং বা বোলিং করতে পারেন।
চলতি বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এসএ২০ লিগের চতুর্থ আসরের নিলাম। সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর নিলামের জন্য নিবন্ধন করেছেন ৭৮৪ জন ক্রিকেটার। সেই তালিকায় পাকিস্তানের ৪০ ও ইংল্যান্ডের ১৫০-এর বেশি ক্রিকেটারের সঙ্গে আছেন ভারতের ১৩ জন। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।