দোষীদের বিচার না হলে বিপিএল ছাড়বেন বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে আর বাকি মাত্র দুটি ম্যাচ। আসরে শিরোপা জয়ের পথে এগিয়ে আছে ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে ইতোমধ্যেই ফাইনালে পৌঁছেছে তারা। যদিও এর মধ্যে বিপিএল ছাড়ার হুমকি দিয়েছেন বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান। বিপিএলের চলতি আসরে যেসব অনিয়ম হয়েছে সেগুলোর বিচার চান তিনি।