দুপুর দুইটা থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই নম্বর গ্রাউন্ডে অনুশীলন করার কথা ছিল নোয়াখালীর। অনুশীলন করতে দুপুর দেড়টায় স্টেডিয়ামে পৌঁছায় নোয়াখালীর ক্রিকেটারদের বহনকারী বাস। ক্রিকেটাররা মাঠেও নেমেছিলেন সৈকত আলী, হাবিবুর রহমান সোহান, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কনরা। সবাই যখন অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন তখন হুট করে মাঠ ছাড়তে দেখা যায় সুজন ও তালহাকে।
রাগ করে মাঠ ছেড়ে চলে যান নোয়াখালীর প্রধান কোচ। এমনকি কোচের দায়িত্ব ছাড়ার হুমকিও দেন তিনি। জানা যায়, অনুশীলনের জন্য পর্যাপ্ত বল ছিল না। মাত্র তিনটা বল নিয়ে অনুশীলনে নেমেছিলেন তারা। গুঞ্জন আছে ঢাকায় সব ধরনের সামগ্রী থাকলেও সেটা আটকে দেয়া হয়েছে। এত কিছুর পরও কয়েক ঘণ্টা পর আবারও হোটেল থেকে মাঠে ফেরেন তারা দুজন। পুরো ঘটনার বিস্তারিত জানিয়েছেন সুজন নিজেই।
এ প্রসঙ্গে সুজন বলেন, ‘হিট অব দ্য মোমেন্টে (উত্তপ্ত পরিস্থিতি) হয়তবা এরকম একটা ভুল বোঝাবুঝি হয়েছে। দলের মালিকদের ধন্যবাদ, যারা দুজনই আমার পেছনে দাঁড়িয়ে আছেন। উনারা আমার সঙ্গে কথা বলেছেন, বিসিবি থেকেও আমার সঙ্গে কথা বলছে একটু। অনুশীলনে যে অনুশীলন সামগ্রীগুলো দরকার হবে সেগুলো আমি পাইনি। তখন আমার একটু মেজাজ খারাপই হয়েছে আসলে। আমার সাথে হয়তবা একটু বাজে ব্যবহার করে ফেলেছে। আমি ভেবেছি টুর্নামেন্ট এখনো শুরুই হয়নি এখনই যদি বাজে ব্যবহার করে তাহলে খেলা হারলে কী হবে। তৌহিদ এবং আদনান দুজনই আমার সঙ্গে কথা বলেছে। এটা আসলে পুুরোপুরি ভুল বোঝাবুঝি।’
সুজন মনে করেন, এমন ঘটনা এখনই হয়ে যাওয়ায় ফ্র্যাঞ্চাইজির জন্য ভালো হয়েছে। সুজন বলেন, ‘যেটা আজকে হয়েছে হয়তবা ভালো হয়েছে একদিক থেকে। পরে হওয়ার থেকে আগে হয়ে যাওয়াটা ভালো হয়েছে হয়তবা। এটা হয়ে যাওয়াতে মনে হয় ভালো হয়েছে। আমার মনে হয় আমাদের দলের বন্ডিং আরও ভালো হবে, সেটা আমি বিশ্বাস করি।’
অনুশীলন সামগ্রী নিয়ে ঝামেলা হলেও বিপিএল শুরুর আগে নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের পারিশ্রমিকের প্রথম কিস্তির ২৫ শতাংশ পরিশোধ করেছে নোয়াখালী। নিজের হাতে ক্রিকেটারদের অর্থের চেক প্রদান করেন কোচ সুজন। নোয়াখালীর প্রধান কোচ জানান, ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে খুশি তিনি। যেখানে জার্সিসহ ও তাদের অন্যান্য প্রতিশ্রুতি রাখায় মালিক পক্ষের প্রশংসা করেছেন অভিজ্ঞ এই কোচ।
সুজন বলেন, ‘আমি আমার ফ্র্যাঞ্চাইজির নিয়ে দারুণ খুশি। আমি যেহেতু অনেকগুলা বিপিএল করেছি, আমাদের কাপড়-চোপড় থেকে শুরু করে ভালো মানের জার্সি, আজকে খেলোয়াড়দের পারিশ্রমিক দেয়া হয়েছে। আমি সত্যিই খুব খুশি যে উনারা কথা রেখেছেন, প্রতিশ্রুতি রেখেছেন। আশা করি পুরো টুর্নামেন্ট জুড়ে উনারা এভাবে আমাদের সাথে থাকবেন।’