বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, তিনটি ধাপে নিলামে বিক্রি হওয়া ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করতে হবে ফ্র্যাঞ্চাইজি। যেখানে টুর্নামেন্ট শুরুর আগেই প্রথম কিস্তিতে ২৫ শতাংশ পারিশ্রমিক দিতে হবে। এখনো পর্যন্ত রংপুর রাইডার্স ৫০ শতাংশ, রাজশাহী ওয়ারিয়র্স ২৫ শতাংশ এবং ঢাকা ক্যাপিটালস ২৫ শতাংশ পারিশ্রমিক দিয়েছে। ২৫ ডিসেম্বর দেয়ার কথা রয়েছে নোয়াখালী এক্সপ্রেসের।
অথচ টুর্নামেন্ট শুরুর আগের দিনও ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে পারেনি চট্টগ্রাম। মূলত বিপিএলের জন্য স্পন্সর জোগাড় করতে না পারার কারণে পারিশ্রমিক দিতে হিমশিম খেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এমন অবস্থায় বিসিবিতে একটি চিঠি দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক আবদুল কাইয়ুম। নিজেদের অপারগতা স্বীকার করায় চট্টগ্রামের মালিকানা নিয়েছে বিসিবি।
এমন পরিস্থিতিতে দলটির মেন্টরের দায়িত্ব দেয়া হয়েছে বাশারকে। এ ছাড়া প্রধান কোচ হিসেবে দেখা যাবে মিজানুর রহমান বাবুলকে। নতুন ম্যানেজমেন্ট নিয়ে কাজও শুরু করে দিয়েছে তারা। নতুন ভূমিকায় যোগ দিয়ে বাশার জানিয়েছেন, প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন। বিসিবির এমন সিদ্ধান্তে নিজেদের খুশির কথাও জানিয়েছেন ক্রিকেটারা।
এ প্রসঙ্গে বাশার বলেন, ‘সব কাজই কঠিন, কোন কাজই সহজ নয়। একদম কালকে খেলা আজকে আমি ওদের সাথে যোগ দিলাম। অবশ্যই, এটা চ্যালেঞ্জিং এবং বিপিএলে নিজেই একটা চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ। যদিও সময় কম কিন্তু এটুকু সময়ের মধ্যে যতটুকু করা সম্ভব সেটুকু চেষ্টা করছি। বিদেশি খেলোয়াড় দুজন এসেছেন, দুজন খেলবেন। বাকিদের সাথে আমি যোগাযোগ শুরু করেছি।’
‘কালকের ম্যাচে পাব না আশা করছি তারপরের ম্যাচ থেকে হয়ত চলে আসবে, যাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আমার মনে হয় খেলোয়াড়রা এখন কমফোর্ট জোনে আছে। তারা কমফোর্ট ফিল করছে। আজ আমি সবার সঙ্গে কথা বললাম, প্রত্যেকেই খুশি। অন্তত তারা এখন একটা ভালো ম্যানেজমেন্টের সাথে কাজ করতে পারবে, খেলতে পারবে, তাদের আর অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে না। খেলোয়াড়দের দিক থেকে তারা খুব খুশি।’
বিপিএল শুরুর আগে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটিতে ছিলেন বাশার। সেখান থেকে পদত্যাগ করিয়ে মেন্টর বানানো হয় বাংলাদেশের সাবেক অধিনায়ককে। বিপিএলে কাজ করা অবশ্য বাশারের জন্য নতুন অভিজ্ঞতা নয়। এর আগে খুলনা টাইটান্সের কোচিং ম্যানেজমেন্টে যুক্ত ছিলেন তিনি। তবে চট্টগ্রামের মেন্টরের কাছে নতুন অভিজ্ঞতা হচ্ছে, টুর্নামেন্ট শুরুর একদিন আগে দলের সঙ্গে যোগ দেয়া।
বাশার বলেন, ‘এর আগেও আমি বিপিএলে সরাসরি কাজ করেছি। খুলনা টাইটান্সে অনেক দিন কাজ করেছি। তারপর আরেকটা ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেছি। সুতরাং এটা আমার জন্য নতুন কিছু নয়। নতুন এটা যে কালকে খেলা আজকে দলের সঙ্গে যোগ দিলাম। এটাই ভিন্ন একটা ব্যাপার। অনেক বড় চ্যালেঞ্জও। এ ছাড়া বাকি সব ঠিক আছে।’
চট্টগ্রাম চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী (চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকবে কিনা)। দেখুন, চ্যাম্পিয়নশিপ তো অনেক পরের কথা। অবশ্যই, আমাদের শুরুটা ভালো করতে পারলে আমার মনে হয় আমরা এখনো ভালো করতে পারি। হয়ত বিদেশি খেলোয়াড়দের নিয়ে একটু অনিশ্চয়তা আছে। কিন্তু স্থানীয় খেলোয়াড়দের মধ্যে আমি যেটুকু দেখেছি তারা খুবই আত্মবিশ্বাসী, তারা ভালো করতে চায়। আমার মনে হয় এরকম টুর্নামেন্টে মানসিক দিক থেকে ভালো অবস্থায় থাকাটা গুরুত্বপূর্ণ।’