কোন ফ্র্যাঞ্চাইজি কত শতাংশ পারিশ্রমিক দিয়েছে

বিপিএল
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর একদিন আগেও পর্যাপ্ত স্পন্সর জোগাড় করতে পারেনি চট্টগ্রাম রয়্যালস। নাইম শেখ, শেখ মেহেদী, শরিফুল ইসলাম ও তানভির ইসলামদের মতো ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে হিমশিম খেতে হয়েছে তাদের। নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের চুক্তির ২৫ শতাংশ পরিশোধ করতে হবে ফ্র্যাঞ্চাইজি। সেটা অবশ্য করতে পারেনি চট্টগ্রাম।

ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পারা ও স্পন্সর জোগাড় করতে না পারায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়ে মালিকানা ছেড়ে দিয়েছে ট্রায়াঙ্গল সার্ভিসেস। নতুন করে চট্টগ্রামের দায়িত্ব নিয়েছে বিসিবি। চট্টগ্রাম কাণ্ডের পর অনুশীলনের জন্য পর্যাপ্ত বল না পেয়ে অনুশীলন বয়কট করেছেন নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। তাঁর সঙ্গে ছিলেন সহকারী কোচ তালহা জুবায়েরও।

বিপিএল শুরুর আগেই সমালোচনা, বিতর্ক আর অপেশাদারিত্ব স্পষ্ট হয়েছে আবারও। টুর্নামেন্টের প্রতি বছরই ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিতর্ক হয়েছে। এবার অবশ্য সেখানে কোন ছাড় দিতে চায় না বিসিবি। ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমরা যেই অবস্থানে আছি সেই অবস্থান থেকে একটুও নড়বো না। প্রথমটা হচ্ছে ইন্টিগ্রিটি (স্বচ্ছতা) ইস্যু, দ্বিতীয়টা খেলোয়াড়দের পারিশ্রমিক।’

পারিশ্রমিকের দিক থেকে বিপিএল গভর্নিং কাউন্সিলের কথা মানছে ফ্র্যাঞ্চাইজিরাও। সবার আগে ক্রিকেটারদের পারিশ্রমিকের প্রথম কিস্তির ২৫ শতাংশ পরিশোধ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। রংপুর রাইডার্স আরও খানিকটা এগিয়ে। স্থানীয় ক্রিকেটারদের ৫০ শতাংশ পারিশ্রমিকের অর্থের চেক দিয়েছে ২০১৭ বিপিএলের চ্যাম্পিয়নরা।

এ ছাড়া টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে ২৫ শতাংশ করে পারিশ্রমিক দিয়েছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী। এমনটাই নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। এ ছাড়া সিলেট টাইটান্স ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করে দিয়েছে। শুধু তাই নয় ক্রিকেটারদের অগ্রীম ১৫ দিনের দৈনিক ভাতাও দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

মিঠু বলেন, ‘একটা ভালো খবর হচ্ছে রংপুর রাইডার্স ৫০ শতাংশ, রাজশাহী ওয়ারিয়র্স ২৫ শতাংশ, ঢাকা ক্যাপিটালস ২৫ শতাংশ, একটু আগে নোয়াখালীও তাদের ২৫ শতাংশ পারিশ্রমিক দিয়েছে। সিলেট বিকেলে দিয়ে দেবে (ইতোমধ্যে দিয়েছে।’

২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট ও রাজশাহীর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএল। একই দিনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নোয়াখালী ও চট্টগ্রাম। দেশের তিন ভেন্যুতে হবে ছয় দলের টুর্নামেন্ট। সিলেটের সঙ্গে ভেন্যু হিসেবে থাকছে চট্টগ্রাম ও ঢাকা। সিলেটে বিপিএল শুরু হওয়ার সেটা চট্টগ্রাম ঘুরে শেষ পর্বে ঢাকায় ফিরবে।

৩৪ ম্যাচের বিপিএলের ১২টি আয়োজনের সুযোগ পেয়েছে সিলেট। সমান ১২টি ম্যাচ হবে চট্টগ্রামের ভেন্যুতেও। এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১০টি ম্যাচ হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৬ ডিসেম্বর সিলেট, ৫ জানুয়ারি চট্টগ্রাম এবং ১৬ জানুয়ারি শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব।

আরো পড়ুন: