এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। কখনো আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও বিপিএলের আগামী আসরে জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুকিদুল ইসলাম মুগ্ধ, হাসান মাহমুদ, সৌম্য, জনসন চার্লস, মোহাম্মদ নবিদের অধিনায়ক হিসেবে খেলবেন পেস বোলিং এই অলরাউন্ডার। অধিনায়ক হিসেবে সৈকতকে কেন বেছে নেয়া হয়েছে সেটার কোন ব্যাখ্যা দেয়নি নোয়াখালী।
একই দিনে অধিনায়কের নাম প্রকাশ করেছে চট্টগ্রাম রয়্যালস। বিপিএল খেলার জন্য পর্যাপ্ত স্পন্সর না পাওয়া এবং টুর্নামেন্ট শুরুর একদিন আগেও ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পেরে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ছেড়ে দিয়েছে ট্রায়াঙ্গল সার্ভিসেস। যার ফলে বিপিএল শুরুর আগে চট্টগ্রামের মালিকানা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে দলটির টিম ডিরেক্টর হিসেবে দেখা যাবে হাবিবুল বাশার সুমনকে।
এ ছাড়া প্রধান কোচ মিজানুর রহমান বাবুল ও ম্যানেজার হিসেবে নাফিস ইকবাল দায়িত্ব সামলাবেন। মালিকানা নিয়েই সরাসরি চুক্তিতে দল পাওয়া শেখ মেহেদীকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিবি। দলটির হয়ে খেলতে দেখা যাবে নাইম শেখ, তানভির ইসলাম, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়দের মতো ক্রিকেটারদের। অধিনায়ক হিসেবে সিলেট টাইটান্স বেছে নিয়েছে মেহেদী হাসান মিরাজকে।
বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। অধিনায়কের নাম প্রকাশের দিনে ক্রিকেটারদের পারিশ্রমিকের প্রথম কিস্তির ২৫ শতাংশ পরিশোধ করেছে তারা। এ ছাড়া ক্রিকেটারদের অগ্রীম ১৫ দিনের দৈনিক ভাতাও দিয়েছে সিলেট। এদিকে রাজশাহী ওয়ারিয়র্সে নাজমুল হোসেন শান্ত, রংপুর রাইডার্সে নুরুল হাসান সোহান ও ঢাকা ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন।