
ইফতিখারের চোখে রিশাদ ‘অসাধারণ’ লেগ স্পিনার
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অভিষেক ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে ৩ উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন। পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে বাংলাদেশের লেগ স্পিনার ৩ উইকেট নিয়েছেন ২৬ রানে। দুই ম্যাচে বাংলাদেশের লেগ স্পিনারের শিকার ৬ উইকেট। সাম্প্রতিক সময়ে বল হাতে আলো ছড়ানো রিশাদের প্রশংসা করেছেন ইফতিখার আহমেদ। পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডারের চোখে, রিশাদ অসাধারণ লেগ স্পিনার।