বিপিএল খেলতে সবসময়ই ভালো লাগে: ওয়াসিম জুনিয়র
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরাবরই খেলতে দেখা যায় মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। পাকিস্তানের এই ফাস্ট বোলার বিপিএলের আগামী আসরগুলোতেও নিয়মিত খেলতে আসতে চান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরাবরই খেলতে দেখা যায় মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। পাকিস্তানের এই ফাস্ট বোলার বিপিএলের আগামী আসরগুলোতেও নিয়মিত খেলতে আসতে চান।
চ্যাম্পিয়ন্স কাপ প্রকল্প বাতিল হয়ে গেছে অনেক আগেই। তবে এই টুর্নামেন্টে মেন্টরের দায়িত্ব পালন করা সাবেক চার ক্রিকেটার এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে বেতন পাচ্ছেন।
ভারত-পাকিস্তান দ্বৈরথ মানে আলাদা একটা রোমাঞ্চ! মাঠের ক্রিকেটের মতো মাঠের বাইরে কথার লড়াইয়ে মেতে ওঠেন দুই দেশের সাবেক ক্রিকেটার থেকে সমর্থকরা। যদিও ক্রিকেটারদের ক্ষেত্রে মাঠে যুদ্ধ যুদ্ধ আবহ তৈরি হলেও মাঠের বাইরে তারা একেবারেই ভিন্ন। প্রায়শই দুই দেশের ক্রিকেটারদের মুখ থেকে শোনা গেছে তাদের মধ্যে বন্ধুত্বের গল্প। যদিও কিছু অঘটনও আছে তাদের মধ্যে। শহীদ আফ্রিদির সঙ্গে তেমন এক ঘটনাই প্রকাশ্যে এনেছেন ইরফান পাঠান।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলার কথা ছিল মোহাম্মদ নাওয়াজের। ১৪ আগষ্ট থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে খেলা হচ্ছে না তারকা এই অলরাউন্ডারের। নাওয়াজের বদলি হিসেবে সেন্ট কিটসে যোগ দিচ্ছেন আব্বাস আফ্রিদি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
খাওয়াজা নাফে, ইয়াসির খান ও আব্দুল সামাদের হাফ সেঞ্চুরির সঙ্গে শেষের দিকে মোহাম্মদ ফাইক ও ইরফান খান নিয়াজীর ক্যামিওতে ২২৭ রানের পুঁজি পায় পাকিস্তান শাহীন্স। বোলারদের মতো দিনটা খারাপ গেছে বাংলাদেশ ‘এ’ দলের বোলারদেরও। মোহাম্মদ সাইফ হাসান ও জিসান আলম ছাড়া কেউই ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ব্যাটারদের ব্যর্থতায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শাহীন্সের কাছে ৭৯ রানে হেরেছেন নুরুল হাসান সোহানরা।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তানের ক্রিকেটকে ঘিরে নতুন করে সমালোচনার ঢেউ উঠেছে। এ নিয়ে মুখ খুলেছেন সাবেক ব্যাটার বাসিত আলী। বরাবরের মতো এবারও কড়া ভাষায় বাবর আজম ও মোহাম্মাদ রিজওয়ানকে আক্রমণ করেছেন তিনি।
ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০০ রানও করতে না পারা পাকিস্তানের সামর্থ্য নিয়েই এবার প্রশ্ন তুলেছেন শোয়েব আখতার। সাবেক এই পেসার মনে করেন, পেস সহায়ক কন্ডিশনে খেলতে নামলেই ধরা পড়ে যাচ্ছে দলের আসল রূপ। তার মতে, এমন ব্যাটিং ব্যর্থতার পেছনে বড় দায় রয়েছে টিম ম্যানেজমেন্টের।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলেছিলেন ইমাদ ওয়াসিম। এই বিশ্ব আসরের ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই অলরাউন্ডার। এরপর খেলেছেন সাবেকদের টুর্নামেন্ট লিজেন্ডস লিগেও।
২০২৫ সালের এশিয়া কাপ সামনে রেখে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্ক আবারও সামনে এসেছে। ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিংয়ের মতে, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে খেলা উচিত নয় ভারতের। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে মন্তব্য করেন তিনি।
ত্রিনিদাদে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ২০২ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯১ সালের পর এই প্রথমবার পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল ক্যারিবিয়ানরা। এর মাঝে পাকিস্তানের বিপক্ষে ১১টি সিরিজ খেললেও একটিতেও জয় পায়নি তারা।
‘মাইক হেসনের হাতে ক্ষমতা আছে এবং সে ক্ষমতার অপব্যবহার করছে।’ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানের প্রধান কোচকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন বাসিত আলী। ওয়েস্ট ইন্ডিজ চলাকালীন আবারও হেসনের সমালোচনা করলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। সেই সঙ্গে কিউই কোচকে পাকিস্তানের ক্রিকেটের গার্ডিয়ান না হয়ে বরং সহায়ক হিসেবে কাজ করার পরামর্শ দিলেন বাসিত।
ত্রিনিদাদে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে খেলা কমে আসে ৩৫ ওভারে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে লক্ষ্য দাঁড়ায় ১৮১ রান, যা ১০ বল বাকি থাকতে টপকে যায় স্বাগতিকরা।