পিএসএলের নিলামে মুস্তাফিজ, আছেন ওয়ার্নার-ডু প্লেসিরাও

ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ দেয়ার পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের জন্য নিবন্ধন করেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের তারকা পেসারের সঙ্গে পিএসএলের নিলামের নাম লিখিয়েছেন জনি বেয়ারস্টো, আদিল রশিদ, ডেভিড ওয়ার্নারের মতো তারকা ক্রিকেটাররা।

ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের আগামী আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। গত ডিসেম্বরে হওয়া নিলামে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াইয়ে জিতে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের পেসারকে দলে নেয় কলকাতা। এক বছরের বেশি সময় ধরে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক ক্রমশই অবনতি হয়েছে।

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এমন অভিযোগ তুলে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার জন্য আন্দোলন করে বেশ কয়েকটি ধর্মীয় সংগঠন ও কলকাতার বিজেপির একাংশ। তোপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে বাধ্য হয়ে বাঁহাতি পেসারকে ছেড়ে দেয় কলকাতা। আইপিএল থেকে বাদ দেয়ার কয়েক দিনের মধ্যেই পিএসএলে নাম লেখান মুস্তাফিজ।

৩০ বছর বয়সি পেসারের একটি ছবি পোস্ট করে পিএসএলের অফিসিয়াল পেজে লেখা হয়, ‘মুস্তাফিজুর রহমান- পিএসএলের নতুন যুগে স্বাগত।’ কোন দলের হয়ে খেলবেন তা এখনো নিশ্চিত নয়। গত মৌসুমে না খেলায় তাকে সরাসরি চুক্তিতে দলে নেয়ার সুযোগ থাকছে ফ্র্যাঞ্চাইজিদের। এর আগে পিএসএলে একবারই খেলেছিলেন বাঁহাতি পেসার। ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন।

মুস্তাফিজের পাশাপাশি পিএসএলের নিলামে নাম দিয়েছেন অস্ট্রেলিয়ার ওয়ার্নার, স্টিভ স্মিথ, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, আদিল রশিদ, মঈন আলী, সাউথ আফ্রিকার ফাফ ডু প্লেসি, কেশভ মহারাজ, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসনের মতো ক্রিকেটারা। তবে স্মিথের খেলা পুরোপুরি নির্ভর করছে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনাপত্তি পত্রের উপর। সবুজ সংকেত পেলেই পিএসএলে দেখা যেতে পারে তাকে। এমনটাই জানিয়েছেন পিটিভির স্পেশাল করেসপডেন্ট আব্দুল গাফফার।

নিলামের জন্য বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন সময়সীমা বাড়িয়েছে পিএসএলের গভর্নিং কাউন্সিল। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবেন বিদেশিরা। ৪ কিংবা ৫ ফেব্রুয়ারি পিএসএলের ৮ দলের রিটেইন ক্রিকেটারের তালিকা প্রকাশ করা হতে পারে। এ ছাড়া নিলামে নিবন্ধন করা ক্রিকেটারদের পুরো তালিকা পাওয়া যেতে পারে ৮ কিংবা ৯ ফেব্রুয়ারি। আগামী ১১ ফেব্রুয়ারি হবে পিএসএল নিলাম। এর আগে অবশ্য মুলতান সুলতান বিক্রির জন্য নিলাম করবে পিসিবি।

আরো পড়ুন: