বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করল পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভারত ও আইসিসির সঙ্গে লড়াইয়ে পুরোটা সময় বাংলাদেশের পাশে ছিল পাকিস্তান। মহসিন নাকভি জানিয়েছিলেন, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে না দেয়া হলে টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করবেন তিনি। প্রধানমন্ত্রীর শেহবাজ শরীফের সঙ্গে আলোচনাও হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান। সোমবারের মধ্যে পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

বিশ্বকাপ বর্জনের আলোচনার মধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন পিসিবির নির্বাচক আকিব জাভেদ। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য কলম্বোর টিকিটও কেটেছে পাকিস্তান। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির পর বিশ্বকাপের জার্সি উন্মোচনের কথা ছিল তাদের। যদিও সেই জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করেছে পিসিবি। ঠিক কী কারণে স্থগিত করা হয়েছে সেটা জানা যায়নি। বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে নিরাপত্তা ঝুঁকির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার কথা জানায় বাংলাদেশ! সেই জন্য লিটন দাস-মুস্তাফিজুর রহমানদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কয়েকবার চিঠি চালাচালির পর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কয়েক দফা বৈঠকও করেছে তারা।

যদিও আইসিসিকে নিজেদের পরিস্থিতির কথা বোঝাতে ব্যর্থ হয়েছেন আমিনুল ইসলাম বুলবুলরা। কদিন আগে আইসিসির বোর্ড সভায়ও হেরে গেছে বাংলাদেশ। ১৫ ভোটের মধ্যে কেবলমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষ নিয়েছে। লিটনদের সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠিও দেয় দেশটির ক্রিকেট বোর্ড।

গত কয়েকদিনে বেশ কয়েকবারই গুঞ্জন উঠেছে, আইসিসি যদি বাংলাদেশের দাবি মেনে না নেয় তাহলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। রশিদ লতিফ, মোহাম্মদ শেহজাদের মতো ক্রিকেটাররা বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন। পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি তো জানিয়েই দিয়েছেন পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে সেটিকে তিনি সমর্থন করবেন।

আরো পড়ুন: