৩ হাজার ৬০০ কোটিতে ১০ বছরের জন্য পিএসএলের ২ দল বিক্রি পিসিবির
ছয় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ১০ বছরের চুক্তির মেয়াদ শেষের পর দুইটি ফ্র্যাঞ্চাইজি বাড়ানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিলাম শেষে সপ্তম ও অষ্টম দল হিসেবে পিএসএলে যুক্ত হয়েছে হায়দরাবাদ ও শিয়ালকোট। বাকিদের সঙ্গে লড়াইয়ে জিতে হায়দরবাদের মালিকানা কিনে নিয়েছে এফকেএস। শিয়ালকোট ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকবে ওজেড ডেভেলপার্স।