এনওসি পেলেন পাকিস্তানের ক্রিকেটাররা
জাতীয় দল ও বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে বিভিন্ন বিদেশি লিগে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে এনওসি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও কদিন আগেই বিদেশি টি-টোয়েন্টি লিগে অংশ নেওয়ার বিষয়ে সব ধরনের এনওসি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল দেশটির ক্রিকেট বোর্ড।