
প্রথম ক্রিকেটার হিসেবে ‘গুরুতর চোটের’ বদলি ভারতের সৌরভ
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ঋষভ পান্ত ভাঙা পা নিয়ে ব্যাটিং করায় গুরুতর চোট পাওয়া ক্রিকেটারের বদলি নামানোর প্রশ্নে সায় দিয়েছিলেন গৌতম গম্ভীর। তবে ভারতের প্রধান কোচের সঙ্গে একমত হতে পারেননি বেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক সায় না দিলেও কিছুদিন আগে ঘরোয়া ক্রিকেটে গুরুতর চোট পাওয়া ক্রিকেটারের বদলি নামানোর ট্রায়াল দেয়ার পরামর্শ দিয়েছে আইসিসি। প্রথমবারের মতো গুরুতর চোট পাওয়া হার্ভিক দেশাইয়ের বদলি হিসেবে খেলার সুযোগ পেয়েছেন সৌরভ নাওয়াল।