ভারতের অন্য দুই ভেন্যু বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ, যা বলছে বিসিসিআই

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে দুইবার চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের আবেদনের প্রেক্ষিতে কলকাতা ও মুম্বাইয়ের পরিবর্তে চেন্নাই ও তিরুবনন্তপুরমে খেলার জন্য বিসিবিকে প্রস্তাব দিতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে ভারতের মধ্যেই ভেন্যু পরিবর্তনের বিষয়টি অবগত নয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিষয়টি নিশ্চিত করেছেন সচিব দেবজিৎ সাইকিয়া।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর ভারত ও বাংলাদেশের সম্পর্ক ক্রমশই অবনতি হতে শুরু করেছে। জনগণের তোপের মুখে বাঁহাতি পেসারকে আইপিএল থেকে বাদ দেয়ায় ভারতে নিরাপত্তা শঙ্কা দেখছে বাংলাদেশ। এমন অবস্থায় লিটন দাস ও তানজিদ হাসান তামিমদের ম্যাচগুলো যাতে ভারত থেকে সরিয়ে নেয়া হয় এজন্য আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের চিঠির প্রেক্ষিতে বোর্ডের কাছে নিরাপত্তা শঙ্কা নিয়ে বিস্তারিত জানতে চেয়েছে আইসিসি।

পরবর্তীতে ভারতের রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠনদের হুমকির কয়েকটি ভিডিও ও নিউজ লিংক সংযুক্ত করে আইসিসিকে আবারও চিঠি দেয় আমিনুল ইসলামের বোর্ডের। জানা গেছে, সমস্যা সমাধানে বিসিসিআইয়ের সঙ্গে মিটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। তাদের বৈঠকের বিষয়টি সামনে আসতেই ক্রিকবাজসহ ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানানো হয়েছে।

যেখানে কলকাতা ও মুম্বাইয়ের পরিবর্তে চেন্নাই ও তিরুবনন্তপুরমে বাংলাদেশকে ম্যাচ খেলার প্রস্তাব দেয়ার কথা ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যদিও এমন খবর নিয়ে বিসিসিআইয়ের কাছে কোন তথ্য নেই বলে নিশ্চিত করেছেন সাইকিয়া। বিসিসিআইয়ের সদস্য সচিব জানান, এটা পুরোপুরি বাংলাদেশ ও আইসিসির ব্যাপার। তবে ভেন্যু পরিবর্তন নিয়ে যদি এমন কোন সিদ্ধান্ত জানায় তাহলে আয়োজক হিসেবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত আছেন তারা।

এ প্রসঙ্গে বার্তা সংস্থা আইএএনএসের সঙ্গে আলাপকালে সাইকিয়া বলেন, ‘বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই বা অন্য কোথাও সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিসিআই কোনো তথ্য পায়নি এবং বিষয়টি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এটি বিসিবি ও আইসিসির বিষয়, কারণ আইসিসি হলো নিয়ন্ত্রক সংস্থা। যদি আইসিসি ভেন্যু পরিবর্তনের বিষয়ে আমাদের কাছে কোনো সিদ্ধান্ত জানায়, তাহলে আয়োজক হিসেবে বিসিসিআই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই মুহূর্তে আমরা এই ধরনের কোনো তথ্য সম্পর্কে অবগত নই।’

বর্তমান সূচিতে বিশ্বকাপের ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। চার ম্যাচের তিনটি কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটি ম্যাচ হওয়ার কথা আছে মুম্বাইয়ে। ভেন্যু পরিবর্তনের ইস্যুতে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল নিশ্চিত করেছেন, তারা ভারতের কোন ভেন্যুতেই ম্যাচ খেলতে আগ্রহী নয়। ভারতের নিরাপত্তাহীনতার বিষয়টি আবারও সামনে এনেছেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘দুইটা ভেন্যু তো ভারতেই। ভারত মানে তো ভারতেই। আমরা ভারতের কথা বলছি, আমরা তো কলকাতার কথা বলিনি...। আমি পত্রিকায় দেখলাম জানি না সত্যি নাকি মিথ্যা। পাকিস্তান নাকি আমাদের টুর্নামেন্ট (বিশ্বকাপের ম্যাচ) আয়োজনের প্রস্তাব দিয়েছে। পাকিস্তানে করেন, সংযুক্ত আরব আমিরাতে করেন কোন সমস্যা নাই। কিন্তু যেখানে আমাদের দলের একজন খেলোয়াড়ের খেলার পরিবেশ নাই, উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথানত করে ভারতের ক্রিকেট বোর্ড যখন বলে তাকে এখানে খেলানো না হোক এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে আইসিসির কাছে, বুঝলাম না।’

আরো পড়ুন: