বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, যা বলছে ভারত সরকার

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ম্যাচগুলো যাতে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া হয় এজন্য আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এসব নিয়ে এখনই কোন মন্তব্য করতে চায় না ভারতীয় সরকার। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানালেই কেবল প্রতিক্রিয়া দেখাবে তারা। সেই সঙ্গে এও জানিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া কিংবা না যাওয়ার সিদ্ধান্ত পুরোপুরি বাংলাদেশের।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দেশের মানুষের তোপের মুখেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। বাঁহাতি পেসারকে বাদ দিতেই পরিস্থিতি পাল্টে যেতে থাকে একটু একটু করে। একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ।

ভারত থেকে যাতে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেয়া হয় এমনটা চেয়ে বিসিবিকে আইসিসিতে চিঠি দেয়ার নির্দেশ দিয়েছিলেন আসিফ নজরুল। যুব ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশে তেমনটাই করেছে বিসিবি। তাদের ই-মেইলের জবাবও দিয়েছে আইসিসি। যেখানে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার জায়গাগুলোর জানতে চেয়েছে তারা। আসিফ নজরুলের সঙ্গে আলোচনা করে আবারও আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। যেখানে নিরাপত্তা শঙ্কার পুরো বিস্তারিত তুলে ধরেছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড।

বাংলাদেশের এমন সিদ্ধান্ত নিয়ে প্রতিনিয়ত বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত সরকার। তবে এখনই বিষয়টি নিয়ে মন্তব্য করতে চায় না তারা। এ প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে ভারত সরকারের একটি সূত্র বলেছেন, ‘একবার যখন তাদের সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করবে অথবা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তখনই কেবল ভারতীয় কর্তৃপক্ষ প্রতিক্রিয়া জানাবে। বল এখন তাদের কোর্টে। তারা আসতে (ভারতে) চায় নাকি আসতে চায় না সেটা পুরোপুরি তাদের সিদ্ধান্ত।’

এক দশকের বেশি সময় ধরে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত। যদিও নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো টুর্নামেন্ট খেলে দুই দেশ। অদূর ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনাও নেই। এদিকে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের বিষয়টি পুরোপুরি ভিন্ন।

সূত্রটি বলেন, ‘পাকিস্তানের ক্ষেত্রে পরিস্থিতিটা ভিন্ন। তাদের সঙ্গে আমাদের একটি নির্দিষ্ট ক্রীড়া নীতি রয়েছে। বিশ্বের কোথাও ভারত পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। এমনকি অন্যান্য ক্রীড়ার ক্ষেত্রে দলগুলো একে অপরের দেশে গিয়ে খেলবে না। বিসিসিআই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বৈশ্বিক ক্রীড়া আসরে নিরপেক্ষ ভেন্যুতে খেলার বিষয়ে ইতিবাচক।’

আরো পড়ুন: