ভারতের ভিসা জটিলতায় ৫ দেশ, আইসিসিকে চিঠি

আইসিসি
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নতুন জটিলতায় পড়েছে আইসিসি। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০ দলের এই টুর্নামেন্টের আগে নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনার মধ্যেই এবার সামনে এসেছে ভিসা সমস্যা। এতে অংশগ্রহণকারী কয়েকটি দেশ চরম অনিশ্চয়তায় পড়েছে।

পাকিস্তানি গণমাধ্যম জিও স্পোর্টসের তথ্য অনুযায়ী, দলে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার থাকায় ভারতের ভিসা জটিলতায় পড়েছে অন্তত পাঁচ দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের ক্রিকেট বোর্ড বিষয়টি সমাধানের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে।

ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের কারণে দীর্ঘদিন ধরেই বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন নিয়ে জটিলতা চলছে। এর ফলে আইসিসিকে অনেক সময় হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে হচ্ছে। এতদিন সমস্যা মূলত পাকিস্তানকেন্দ্রিক থাকলেও এবার তা ছড়িয়ে পড়েছে অন্য দেশগুলোর দিকেও।

এই বিশ্বকাপে প্রথমবার খেলতে নামা ইতালি সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। দেশটিতে ক্রিকেট খেলেন মূলত অভিবাসী ক্রিকেটাররা, যাদের মধ্যে পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়ও আছেন। ভারত তাদের ভিসা দিতে অনাগ্রহ দেখানোয় দল গঠনের বিষয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইতালির পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও সংযুক্ত আরব আমিরাতেও একই সমস্যা দেখা দিয়েছে। বিশ্বকাপ শুরুর মাত্র এক মাস আগে পর্যন্ত এসব দেশের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা নিয়ে কোনো ইতিবাচক বার্তা দেয়নি ভারত। এ কারণে আইসিসি ও বিসিসিআইকে চিঠি দিলেও এখনো কোনো জবাব মেলেনি।

জিও স্পোর্টস জানায়, সময় কম থাকায় দেশগুলো আবারও যৌথভাবে আইসিসি ও বিসিসিআইকে চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের সঙ্গেও নানা বিষয়ে টানাপোড়েন রয়েছে বিসিসিআইয়ের। সবকিছু জানা সত্ত্বেও আইসিসির নীরবতা নিয়ে প্রশ্ন উঠছে ক্রিকেট অঙ্গনে।

আরো পড়ুন: