ভদোদেরার বিসিএ স্টেডিয়ামে শনিবার বিকেলে নেটে ব্যাটিং অনুশীলনের সময় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় দলের এক সাইড আর্ম বোলারের ছোড়া বল সরাসরি পান্তের পেটে লাগে। বল লাগার পরই তিনি যন্ত্রণায় কাতরাতে শুরু করেন।
ঘটনার পর সঙ্গে সঙ্গে মাঠে ছুটে যান দলের ফিজিও ও চিকিৎসকরা। প্রাথমিক পরীক্ষা শেষে জানানো হয়, এই চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে পান্তের খেলা সম্ভব নয়।
তবে চোটের মাত্রা কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়। জানা গেছে, এখনও পর্যন্ত তিনি আলাদা করে কোনও চিকিৎসকের পরামর্শ নেননি এবং কোনও স্ক্যানও করাননি।
এই সিরিজে ভারতীয় দলে উইকেটরক্ষক হিসেবে পান্ত ছাড়াও রয়েছেন লোকেশ রাহুল। এ ছাড়াও পান্তের বদলি হিসেবে ধ্রুব জুরেলের নাম ঘোষণা করেছে বিসিসিআই।
শনিবার ভারতীয় দলের জন্য ঐচ্ছিক অনুশীলনের ব্যবস্থা ছিল। সেই সেশনেই রোহিত শর্মা, রাহুল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, শ্রেয়াস আইয়ার ও শুভমান গিলের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন পান্ত। সাম্প্রতিক বছরগুলোতে বারবার চোটে ভুগেছেন তিনি। নতুন করে চোট পাওয়ায় ভারতীয় শিবিরে উদ্বেগ আরও বেড়েছে।