তামিমকে ‘ভারতীয় দালাল’ বলে তোপের মুখে বিসিবি পরিচালক

বাংলাদেশ ক্রিকেট
তামিম ইকবাল ও এম নাজমুল ইসলাম, ফাইল ফটো
তামিম ইকবাল ও এম নাজমুল ইসলাম, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাবেক জাতীয় অধিনায়ক ও দেশের অন্যতম সফল ওপেনার তামিম ইকবালকে ঘিরে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা সংক্রান্ত বিসিবির সিদ্ধান্ত নিয়ে তামিমের বক্তব্যের প্রতিক্রিয়ায় নিজের ফেসবুক পাতায় কড়া ভাষায় মন্তব্য করেন তিনি।

নাজমুল ইসলাম বর্তমানে বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে নিজের মতামত জানান তামিম।

সেই বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে নাজমুল ইসলাম ফেসবুকে লেখেন, 'এইবার আরো একজন পরিক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।'

পোস্টটি দীর্ঘ সময় তার পাতায় থাকলেও পরে সমালোচনার মুখে গভীর রাতে তা মুছে ফেলা হয়। এর আগে তামিম নিজের মতামত প্রকাশ করতে গিয়ে বলেছিলেন, 'মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া অবশ্যই দুঃখজনক। কোনো সন্দেহ নেই।'

বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে তামিম আরো বলেছিলেন, 'আমি যদি বোর্ডে থাকতাম, তাহলে আমার সিদ্ধান্ত হতো দেশের ভবিষ্যৎ ও সবকিছু চিন্তা করে। হুট করে একটা মন্তব্য করে দেওয়া জটিল। অনেক সময় আলোচনা করে অনেক কিছু সমাধান করা যায়।'

তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারি হস্তক্ষেপের গুঞ্জন প্রসঙ্গেও নিজের বক্তব্য পরিষ্কার করেন তামিম।

তিনি বলেছিলেন, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা ‘ইন্ডিপেন্ডেন্ট বডি’ মনে করি। সরকার বড় অংশীদার হলেও বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকা উচিত।'

দীর্ঘমেয়াদি প্রভাবের বিষয়টি সামনে এনে তামিম বলেছিলেন, 'আজকের সিদ্ধান্ত আগামী ১০ বছর পর কী প্রভাব ফেলবে, এগুলো চিন্তা করা জরুরি। আমাদের ৯০–৯৫ শতাংশ অর্থ আইসিসি থেকে আসে। সবকিছু বিবেচনা করে যেটায় বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে, সেই সিদ্ধান্ত নেওয়া উচিত।'

এই বক্তব্যগুলোর ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দেয়। উল্লেখ্য, গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন নাজমুল ইসলাম।

ওই নির্বাচন ঘিরে তখনও অনিয়ম ও সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন তামিম ইকবালসহ একাধিক প্রার্থী।

আরো পড়ুন: