রাজকোটে নাশতার পর হঠাৎ তীব্র পেটব্যথায় আক্রান্ত হন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পর তাৎক্ষণিক অস্ত্রোপচারের পরামর্শ দেন এবং তাকে একটি সুপার-স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিজয় হাজারে ট্রফির লিগ পর্বের শেষ ম্যাচে জম্মু ও কাশ্মীরের বিপক্ষে হায়দরাবাদের হয়ে খেলতে রাজকোটে ছিলেন তিলক। বিসিসিআইয়ের দেয়া সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিলক। শুক্রবার তিনি হায়দরাবাদে ফিরে যাবেন।
বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া এক বিবৃতিতে বলেন, 'এই মুহূর্তে তিলক স্থিতিশীল অবস্থায় আছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। উপসর্গ পুরোপুরি সেরে গেলে এবং অস্ত্রোপচারের ক্ষত সন্তোষজনকভাবে শুকিয়ে গেলে তিনি ধীরে ধীরে শারীরিক অনুশীলন শুরু করবেন।'
সাইকিয়া আরও যোগ করেন, 'এরপর ধাপে ধাপে স্কিলভিত্তিক অনুশীলনে ফিরবেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে তিনি খেলতে পারবেন না। শেষ দুই ম্যাচে তার খেলার সম্ভাবনা নির্ভর করবে অনুশীলনে ফেরার প্রতিটি ধাপে তার অগ্রগতির ওপর।'
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১, ২৩ ও ২৫ জানুয়ারি, নাগপুর, রায়পুর এবং গুয়াহাটিতে। এরপর ২৮ জানুয়ারি বিশাখাপত্তনম ও ৩১ জানুয়ারি থিরুভানান্থাপুরামে শেষ দুই ম্যাচ। প্রথম তিন ম্যাচের জন্য তিলক ভার্মার পরিবর্তে কাকে দলে নেয়া হবে, তা এখনও ঘোষণা করেনি বিসিসিআই।