বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দেশের মানুষের তোপের মুখেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। বাঁহাতি পেসারকে বাদ দিতেই পরিস্থিতি পাল্টে যেতে থাকে একটু একটু করে। একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ।
ভারত থেকে যাতে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেয়া হয় এমনটা চেয়ে বিসিবিকে আইসিসিতে চিঠি দেয়ার নির্দেশ দিয়েছিলেন আসিফ নজরুল। যুব ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশে তেমনটাই করেছে বিসিবি। তাদের ই-মেইলের জবাবও দিয়েছে আইসিসি। যেখানে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার জায়গাগুলোর জানতে চেয়েছে তারা। আসিফ নজরুলের সঙ্গে আলোচনা করে আবারও আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।
যেখানে নিরাপত্তা শঙ্কার পুরো বিস্তারিত তুলে ধরেছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। বাংলাদেশ থেকে দ্বিতীয় দফায় চিঠি পাওয়ার পর গ্রহণযোগ্য সমাধাণ খুঁজে পেতে বিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। এমন অবস্থায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বোর্ডের একটি সূত্র দিয়ে এমন খবর প্রকাশ করেছে সিও সুপার। তাদের সূত্রের মতে, লিটনদের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় আয়োজন না করা সম্ভব হয় তাহলে সেই ম্যাচগুলো পাকিস্তান আয়োজন করতে প্রস্তুত আছেন। তাদের বিশ্বাস, বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে তাদের সবগুলো ভেন্যু প্রস্তুত আছে। যদিও এমন কিছুর সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
কারণ ভারতের সঙ্গে বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে রয়েছে শ্রীলঙ্কা। ভারতে কোন ম্যাচ না হলে সেটা কেবল শ্রীলঙ্কাতেই আয়োজন সম্ভব। এ ছাড়া ভারতের সঙ্গে দ্বন্দ্বের কারণে পাকিস্তান নিজেদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। সেক্ষেত্রে তাদের ঘরের মাঠে বাংলাদেশের ম্যাচ হওয়ার সম্ভাবনাও একদমই কম।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্স ও আরেকটি ম্যাচ হবে মুম্বাইয়ে। ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে বিশ্বকাপ। ৮ মার্চ হবে ২০ দলের টুর্নামেন্টের ফাইনাল।