২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে কোহলি ও রোহিতের ভবিষ্যৎ নিয়েও স্পষ্ট কোনো আশ্বাস দেননি গম্ভীর। এই প্রশ্ন উঠলেই তিনি বারবার বলেছেন, বিশ্বকাপ এখনও অনেক দূরে। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকায় ওয়ানডে দলে কোহলি-রোহিতকে উপেক্ষা করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে টিম ম্যানেজমেন্টের জন্য।
এই পরিস্থিতিতে ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক সরাসরি যোগাযোগ বিভ্রাটের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তার ভাষায়, 'ওরা (রোহিত এবং কোহলি) গৌতমের সঙ্গে ওয়ানডে ফরম্যাট, আমাদের ম্যাচগুলো আর সাউথ আফ্রিকা সফরের পরিকল্পনা নিয়ে নিয়মিত আলোচনা করে। বেশির ভাগ সময় আমি সেখানেই থাকি। আমি সব সময়ই দেখি, ওদের কথা বলতে।'
কোটাক আরও বলেন, 'দুজনই খুব সিনিয়র আর অভিজ্ঞ ক্রিকেটার। ওরা নিজেরাই পরিকল্পনা করে, কোন ভেন্যুতে কীভাবে প্রস্তুতি নিতে হবে। দরকার হলে দু-একদিন আগেও গিয়ে অনুশীলন করে। ওরা জানে, এখন তারা একটা ফরম্যাট খেলছে এবং সেই ফরম্যাটে ভারতকে জেতাতে চায়।'
ওয়ানডে ক্যারিয়ার দীর্ঘ করতে কোহলি ও রোহিত দুজনই বাড়তি উদ্যোগ নিয়েছেন বলেও জানান কোটাক, 'পরিকল্পনার দিক থেকে ওরা দারুণ। শরীরের কী দরকার, ফিটনেসে কী করতে হবে- সবই ওরা জানে। শুধু ব্যাটিং নয়, ফিটনেস নিয়েও ওরা খুব সচেতন।'
শেষ পর্যন্ত কোটাক স্পষ্ট করে দেন, অভিজ্ঞ এই দুই ক্রিকেটারকে আলাদা করে কিছু বোঝানোর প্রয়োজন নেই, 'ওরা পুরোপুরি পেশাদার। এত অভিজ্ঞতা আছে যে নিজেরাই অনেক সিদ্ধান্ত নেয়, আবার সেই অভিজ্ঞতা অন্যদের সঙ্গেও ভাগ করে। দলগত আলোচনা ওরা নিয়মিতই করে।'