
গিলের রেকর্ডময় সেঞ্চুরির পর জাদেজার ঘূর্ণিতে বিপাকে ক্যারিবীয়রা
ধীরগতির উইকেটে ইয়াশভি জয়সাওয়াল, শুভমান গিলের দুর্দান্ত দুটি সেঞ্চুরি এবং সাই সুদর্শনের দারুণ ব্যাটিংয়ে ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ উইকেট ৫১৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। জবাবে রবীন্দ্র জাদেজার স্পিনের সামনে রীতিমতো দিশেহারা ক্যারিবিয়ানরা। চার উইকেটে ১৪০ রান করেছে দলটি। দিল্লিতে এখন ৩৭৮ রানে পিছিয়ে আছে রস্টন চেজের দল।