শনিবার এমআই কেপটাউনের বিপক্ষে ম্যাচে প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান ডু প্লেসি। সেই চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেননি তিনি। ২৩৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে জোহানেসবার্গ জেমস ভিন্স ও ডায়ান ফরেস্টারের হাফ-সেঞ্চুরির ওপর ভর করে জয়ের সম্ভাবনা তৈরি করেও হারতে হয়েছে তাদের।
ডু প্লেসির আঙুলের অবস্থা খারাপের দিকেই ছিল। ম্যাচ শেষে এমনটাই নিশ্চিত করেছিলেন দলটির প্রধান কোচের দায়িত্বে থাকা স্টিফেন ফ্লেমিং। ডু প্লেসি ব্যাট ধরার মতো অবস্থাতেই ছিলেন না বলে গণমাধ্যমকে জানান এই অভিজ্ঞ কোচ।
তিনি বলেছিলেন, 'ফিল্ডিংয়ের সময় তার আঙুল মাটিতে গেঁথে গিয়েছিল, সেখান থেকেই ক্ষতি হয়েছে। ক্ষতিটা এমন ছিল যে সে ব্যাট করতে পারেনি, আর ২০০ এর বেশি রান তাড়া করার সময় আপনার সেরা খেলোয়াড়দের মাঠে দরকার হয়। তাকে হারানো আমাদের জন্য আরেকটা বড় ধাক্কা। আমরা শুরুতে ভেবেছিলাম হয়তো শুধু চোট পেয়েছে বা ফুলে গেছে, সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে। কিন্তু এ পর্যন্ত যত ইনজুরি হয়েছে, তাতে খুব একটা আশাবাদী হতে পারছি না।'
এসএ টোয়েন্টির এবারের মৌসুমটা খুব একটা ভালো যায়নি ডু প্লেসির। তিনি পাঁচ ইনিংসে ব্যাট করে ১৩৫ রান করেন, স্ট্রাইক রেট ছিল ১৫১.৬৮। জোহানেসবার্গ জানিয়েছে, খুব শিগগিরই তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে। এর আগে আরেকটি বড় ধাক্কা খেয়েছিল দলটি।
হ্যামস্ট্রিং চোটের কারণে রাইলি রুশোও পুরো আসর থেকে ছিটকে গেছেন। পয়েন্ট টেবিলে বর্তমানে জোহানেসবার্গ সুপার কিংস তিন নম্বরে আছে। সাত ম্যাচে তিন জয়ে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট। শীর্ষে রয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস ও সানরাইজার্স ইস্টার্ন কেপ।