বিপিএলে খেলতে আসছেন ক্রিস ওকস

বিপিএল
ক্রিস ওকস
ক্রিস ওকস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এবারের বিপিএলে নবাগত দল সিলেট টাইটান্স। শুরুর দিকে ছন্দে না থাকলেও ঘুরে দাঁড়িয়েছে দলটি। এরই মধ্যে বিপিএলের প্লে অফ নিশ্চিত করেছে তিনটি দল। তাদের একটি ফ্র্যাঞ্চাইজি হচ্ছে সিলেট।

প্লে অফের আগেই দলটি বড় চমক দেখিয়েছে। তারা দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার ক্রিস ওকসকে। তবে কবে তিনি দলের সঙ্গে যোগ দিচ্ছেন এই ব্যাপারে বিস্তারিত জানায়নি সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি।

দলটির উপদেষ্টা ফাহিম আল চৌধুরী এক পোস্টের মাধ্যমে ওকসকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। ইংলিশ এই অলরাউন্ডারকে স্বাগত জানিয়েছেন তিনি সিলেট টাইটান্সে।

ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন এই ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। জিতেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপও। ৩৩ টি-টোয়েন্টিতে ১২৫.৬৪ স্ট্রাইক রেটে ১৪৭ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৩১ উইকেট।

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৭০ ম্যাচে ১২৮.৫৫ স্ট্রাইক রেটে ১ হাজার ৩১ রান করেছেন ওকস। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৭৯ উইকেট। দলটিতে এরই মধ্যে যোগ দিয়েছেন আরেক ইংলিশ ক্রিকেটার মঈন আলী।

আর বিদেশিদের মধ্যে আছেন আজমতউল্লাহ ওমরজাই, ইথান ব্রুকস, সালমান ইরশাদরা। দেশি ক্রিকেটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ দলটির নেতৃত্ব দিচ্ছেন। পারভেজ হোসেন ইমন দলটির হয়ে পারফর্ম করছেন।

আরো পড়ুন: