এ ছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে টি-টোয়েন্টি দলের তিন অভিজ্ঞ সদস্য রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডারকে। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে এই সিরিজে সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডের বড় একটি অংশকে পাওয়া যাচ্ছে না।
হোপের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন ব্র্যান্ডন কিং। এর আগে ২০২৪ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের একটি সিরিজে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে তার। সীমিত অভিজ্ঞ হলেও এই সিরিজে দলকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পাচ্ছেন ওপেনার কিং।
দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান এভিন লুইস, যিনি সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন গত জুনে। চোট কাটিয়ে ফিরেছেন পেসার শামার জোসেফও, যিনি সর্বশেষ মাঠে নেমেছিলেন গত আগস্টে। তবে আরেক পেসার আলজারি জোসেফ এখনও চোটের কারণে দলের বাইরে। স্কোয়াডে একমাত্র নতুন মুখ ২৫ বছর বয়সী কুয়েন্টিন স্যাম্পসন, যিনি গত সিপিএলে আগ্রাসী ব্যাটিংয়ে নজর কাড়েন।
দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি অনুষ্ঠিত হবে ১৯, ২১ ও ২২ জানুয়ারি। এই সিরিজ খেলতে বিপিএল ছেড়ে গেছেন আফগানিস্তানের মোহাম্মাদ নবি ও আজমতউল্লাহ ওমরজাইরা। বিশ্বকাপের আগে এই মাসের শেষ দিকে সাউথ আফ্রিকার বিপক্ষেও তিন ম্যাচের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ানদের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে, আগামী ৭ ফেব্রুয়ারি।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ব্র্যান্ডন কিং (অধিনায়ক), অ্যালিক আথানেজ, কেসি কার্টি, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, শামার জোসেফ, এভিন লুইস, গুঁড়াকেশ মোতি, খ্যারি পিয়ের, কুয়েন্টিন স্যাম্পসন, জেইডেন সিলস, র্যামন সিমন্ডস ও শামার স্প্রিঙ্গার।