বিপিএলের নতুন সূচি প্রকাশ

বিপিএল
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকেটারদের দাবি মেনে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেননি এম নাজমুল ইসলাম। এমন অবস্থায় ক্রিকেট বর্জনের সিদ্ধান্তে নিজেদের পুরনো অবস্থানে রাত পর্যন্ত অনড় ছিলেন ক্রিকেটাররা। এরপরও মাঠে ফেরার জন্য বেশ কিছু শর্ত জুড়ে দেন তারা।

এদিন রাত ৮ টায় কোয়াবের সঙ্গে বৈঠকের জন্য গুলশানের নাভানা টাওয়ারে হাজির হন বিসিবির পরিচালকরা। সেখানে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। এর আগে কোয়াবের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয় বিসিবির চলমান প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট।

নিজেদের অনড় অবস্থান থেকে সরে এসে সেই পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা। এরপর রাতেই গুলশানের নাভানা টাওয়ারে বিসিবির কার্যালয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনায় বসেন ক্রিকেটাররা। সেখান থেকে মাঠে ক্রিকেট ফেরানোর ঘোষণা আসে। এর ফলে শুক্রবার থেকেই বিপিএল শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবারের ম্যাচগুলো শুক্রবারে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর শনিবারের ম্যাচগুলো ১৮ তারিখে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিসিবি। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে হাজির হন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু, কোয়াব সভাপতি মিঠুন ও বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এ প্রসঙ্গে মিঠু গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, '১৮ তারিখে আমাদের বিশ্রাম ছিল। ১৮ তারিখ পর্যন্ত আমরা খেলাগুলো রিশিডিউল করেছি। কালকের ম্যাচটা পরশু হবে। পরশুর ম্যাচটা ১৮ তারিখে হবে। আমি খুব খুশি আমরা একটা উপসংহারে আসতে পেরেছি।'

কোয়াব সভাপতি মিঠুন বলেন, 'আমরা সবাই ক্রিকেটের মঙ্গল চাই। আমরাও চাই খেলা হোক। আমরাও খেলতে চাই। না খেলাটা কাম্য না। ক্রিকেটের কারণে আমরা কালকে থেকে খেলা শুরু করছি। আমাদের আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌছাতে পেরেছি। যেটা আমরা সবাই গ্রহণ করেছি।'

বিপিএলের নতুন সূচি-

আরো পড়ুন: