অপরিচিত নাম্বার থেকে হুমকি পাচ্ছেন মিঠুনরা

বাংলাদেশ ক্রিকেট
মোহাম্মদ মিঠুন ও ইফতেখার রহমান মিঠু
মোহাম্মদ মিঠুন ও ইফতেখার রহমান মিঠু
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুই ম্যাচ বয়কট করেছেন ক্রিকেটাররা। এর আগে ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন বিসিবির এই পরিচালক।

বুধবার রাতেই তার পদত্যাগের আল্টিমেটাম দিয়ে সবধরনের ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি মুখপাত্র হিসেবে এই ঘোষণা দিয়েছিলেন এক ভিডিও বার্তায়।

বৃহস্পতিবার বিপিএলের প্রথম ম্যাচের আগেও সেই পরিচালক পদত্যাগ না করায় সংবাদ সম্মেলন ডাকে কোয়াব। সেখানেও হাজির ছিলেন মিঠুন। তার সঙ্গে হাজির হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহানসহ অনেক ক্রিকেটার।

এর পর থেকেই বিভিন্ন অজানা নাম্বার থেকে হুমকি পাচ্ছেন ক্রিকেটাররা। দিনভর নাটকীয়তার পর রাতে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবির সঙ্গে আলোচনায় বসে কোয়াব। সেখানেই তারা সিদ্ধান্ত নেন মাঠে ফেরার। এরপর সংবাদ সম্মেলনে হুমকির বিষয়টি নিশ্চিত করেন মিঠুন।

তিনি গণমাধ্যমকে বলেন, 'আমি এটা স্পষ্ট করি। আমরা যারা ক্যামেরা সামনে ছিলাম তাদের সবার কাছেই (হুমকি) কোনো না কোনোভাবে এসেছে। শুধু আমার না। বিভিন্ন অজানা নাম্বার থেকে আমাদের বিভিন্ন হুমকি ধামকি দেয়া হচ্ছে। এটা সত্য।'

কাউকে আঘাত করার মতো মন্তব্য করেননি জানিয়ে মিঠুন বলেন, 'আমি এমন কোনো শব্দ ব্যবহার করিনি যেটা কাউকে ছোটো করে। বা বিতর্কিত কোনো বিষয়। যা দেশের বিপক্ষে কোনো কথা বলিনি। আমাদের সবার বিষয় ছিল ক্রিকেট। প্রত্যেকের নিজস্ব সম্মান আছে সেটা তার রক্ষার করার অধিকারও আছে।'

আরো পড়ুন: