সেমি ফাইনালে ভারতকে ১৯৫ রানের লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ
এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমি ফাইনালে হাবিবুর রহমানের হাফ সেঞ্চুরি ও মেহরব হোসেনের ক্যামিওতে ভর করে ভারতকে ১৯৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ।
এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমি ফাইনালে হাবিবুর রহমানের হাফ সেঞ্চুরি ও মেহরব হোসেনের ক্যামিওতে ভর করে ভারতকে ১৯৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ।
দ্বিতীয় দিনের শেষ বিকেলে পথ হারালেও তৃতীয় দিনের সকালে আয়ারল্যান্ডের হয়ে শুরুটা ভালো করেছিলেন লরকান টাকার ও স্টিফেন দোহেনি। জুটি ভাঙার সঙ্গে সফরকারীদের আটকে দেয়ার কাজটা করেছেন তাইজুল ইসলাম। ৭৬ রানে ৪ উইকেট নিয়ে আয়ারল্যান্ডকে ২৬৫ রানে থামানোর কাজটা করেছেন বাঁহাতি এই স্পিনার। সঙ্গী ছিলেন হাসান মুরাদ, ইবাদত হোসেন, খালেদ আহমেদরা। সুযোগ থাকলেও আইরিশদের ফলোঅন করায়নি বাংলাদেশ। ২১১ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিনের শেষ বিকেলে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের হাফ সেঞ্চুরিতে ১ উইকেটে ১৫৬ রান তুলেছে বাংলাদেশ। ৩৬৭ রানের লিড নিয়ে মিরপুরে টেস্ট চালকের আসনে এখন নাজমুল হোসেন শান্তর দল।
সবশেষ ডিসেম্বর-জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আম্পায়ারিং করেছেন গত জুন-জুলাইয়ে হওয়া অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতেও। কয়েক মাসের ব্যবধানে অ্যাশেজেও অভিষেক হলো সৈকতের। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে অ্যাশেজে আম্পায়ারিং করার সুযোগ পেয়েছেন তিনি।
সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেছিলেন মারুফা আক্তার। দুর্দান্ত দুই ডেলিভারিতে পাকিস্তানের ব্যাটার ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে বোল্ড করেছিলেন ডানহাতি এই পেসার। ইনসুইং ডেলিভারিতে ওমাইমাকে বোল্ড করার ভিডিও শেয়ার করে মারুফাকে প্রশংসায় ভাসিয়েছিলেন লাসিথ মালিঙ্গা।
ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন, পরিশ্রম, ওয়ার্ক এথিক্স কিংবা নিয়মানুবর্তিতায় নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন মুশফিকুর রহিম। ফিটনেস আর পারফরম্যান্স ধরে রেখে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। শততম টেস্টে সেঞ্চুরি পাওয়ার পরও পা মাটিতেই রাখছেন ৩৮ বছর বয়সি এই ব্যাটার। মুশফিক মনে করেন, বাংলাদেশের জন্য তিনি সমুদ্রের দুই-একটা পানির ফোঁটার মতো কিছু একটা।
প্রথম দিনের শেষ বিকেলেই সেঞ্চুরিটা পেয়ে যেতে পারতেন মুশফিকুর রহিম। তবে আয়ারল্যান্ড বাড়তি এক ওভার বোলিং করতে রাজি না হওয়ায় ডানহাতি ব্যাটারকে অপেক্ষা করতে হয়েছে পুরো একটা রাত। ২০০৫ সালে লর্ডসে টেস্ট ক্যারিয়ারের শুরু, গত ২০ বছরে ৯৯ রানে অপরাজিত থেকে রাত পার করার অভিজ্ঞতা কখনো হয়নি তাঁর। মুশফিকও সম্মেলনে এসে জানালেন সেই কথাই। পুরো একটা রাত কাটিয়ে দেয়ার পরদিন সকালে নিজের শততম টেস্টে এসে পেয়েছেন সেঞ্চুরির দেখা।
গত ১৮ নভেম্বর থেকে মাঠে গড়ানোর কথা ছিল ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তবে বিদ্রোহী ক্লাবগুলো রাজি করাতে না পারায় টুর্নামেন্ট পিছিয়ে নেয়া হয়েছে ২৫ নভেম্বর পর্যন্ত। এখনো সমাধান না হওয়ায় আরেক দফা পিছিয়ে যাচ্ছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। নতুন সূচি চূড়ান্ত না হলেও সমাধানের চেষ্টা করছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনে সকালেও সকলের কেন্দ্রবিন্দুতে ছিলেন মুশফিকুর রহিম। আগের দিন ৯৯ রান দিয়ে দিন শেষ করা এই ব্যাটারের শতক হাঁকাবেন তা নিয়েই ছিল সবার অপেক্ষা। আর দ্বিতীয় দিন সকালে সবাইকে বেশীক্ষণ অপেক্ষায় রাখেননি তিনি। মুশফিক ও লিটনের সেঞ্চুরির পর দ্বিতীয় দিন আয়ারল্যান্ডের পাঁচ উইকেট তুলে নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। সফরকারিদের সংগ্রহ পাঁচ উইকেটে ৯৮। ৩৭৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন আবারও খেলতে নামবে সফরকারীরা। প্রথম টেস্টের মতো এই টেস্টেও ফলো অনের শঙ্কায় আয়ারল্যান্ড।
শামসুর রহমান শুভর পছন্দের খেলোয়াড় ছিলেন মাহেলা জয়াবর্ধনে। শামসুর যখন ঘরোয়াতে ব্যাটিং করতেন ওই সময় ড্রেসিংরুম থেকে মাহেলা..মাহেলা বলে চিৎকার করতেন সতীর্থরা। বেশ কয়েকবারই এমন ঘটনা ঘটেছে। অনেকে শামসুরের ব্যাটিংয়ে জয়াবর্ধনের ছাপও খুঁজে পেয়েছিলেন। আশার প্রদীপ হয়ে ক্রিকেটে এলেও জাতীয় দলের হয়ে খুব বেশি সুযোগ মেলেনি শামসুরের।
শততম টেস্টে সেঞ্চুরি পূরণের জন্য আগের দিন ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় দিনের সকালে নেমে দিনের দ্বিতীয় ওভারে জর্ডান নেইলের বলে লেগ সাইডে ঠেলে তিনি সেঞ্চুরি সম্পূর্ণ করেন। এ ইনিংসের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করলেন।
আগামী ২৩ নভেম্বর হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরের নিলাম। তবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগামী আসরের নিলাম নির্ধারিত সময়ে হচ্ছে না। নতুন সূচিতে ৩০ নভেম্বর বিকেল তিনটায় হোটেল রেডিসন ব্লুতে হবে বিপিএল নিলাম। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আয়ারল্যান্ড সিরিজ শুরুর বেশ কয়েকদিন আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মুশফিকুর রহিম। সিলেটে টেস্টেও ডানহাতি অভিজ্ঞ ব্যাটারকে নিয়ে কথা বলতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে। টি-টোয়েন্টি এবং ওয়ানডেকে আগেই বিদায় বলা মুশফিকের জন্য মিরপুর টেস্টটা বিশেষ। শুধু মুশফিক নন পুরো বাংলাদেশের জন্যই বিশেষ একটা ম্যাচ। মিরপুর টেস্ট দিয়েই প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়েছেন তিনি।