বাংলাদেশে আসতে যাচ্ছে আইসিসির প্রতিনিধি দল

টি-টোয়েন্টি বিশ্বকাপ
আমিনুল ইসলাম বুলবুল ও জয় শাহ
আমিনুল ইসলাম বুলবুল ও জয় শাহ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের মাটিতে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না। এ নিয়ে বেশ কয়েকবার বিসিবি ও আইসিসির সঙ্গে মেইল চালাচালি হয়েছে। এরপর একবার ভার্চুয়াল মিটিংও হয়েছে বাংলাদেশের সঙ্গে। তবে তাতেও বাংলাদেশকে রাজি করাতে পারেনি আইসিসি।

এবার বাংলাদেশকে ভারতের মাটিতে খেলতে রাজি করাতে প্রতিনিধি দল পাঠাতে যাচ্ছে আইসিসি। এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের অন্তবর্তীকালিন সরকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তাকে এই তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই।

ক্রীড়া উপদেষ্টা বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে হাজির হয়েছিলেন। সেখানেই বাংলাদেশের সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলেছেন। সেখানেই তিনি ক্রিকেট নিয়েও কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি, আমাকে আমিনুল ইসলাম সাহেব জানিয়েছে যে আইসিসির একটা টিম বোধহয় আসছে বাংলাদেশে কথা বলার জন্য। আমরা আমাদের অবস্থান থেকে সরার কোনো সুযোগ নাই।'

বাংলাদেশ এখনও বিশ্বকাপ খেলতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন আসিফ নজরুল। পাশাপাশি তিনি আবারও জানিয়েছেন ভারতের মাটিতে খেলবে না বাংলাদেশ। সেক্ষেত্রে নিজদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় চায় বাংলাদেশ।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা শ্রীলঙ্কাতেই খেলতে চাই এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।'

আরো পড়ুন: