এখনও ভারতের ভিসা পাননি রশিদ-রেহান, বিপাকে ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ
আদিল রশিদ ও রেহান আহমেদ
আদিল রশিদ ও রেহান আহমেদ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর আগে বেশ কয়েকটি দেশের মুসলিম ক্রিকেটাররা ভারতের ভিসা জটিলতায় পড়েছেন। আগেই জানা গেছে যুক্তরাষ্ট্রের চার ক্রিকেটার আলী খান, শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল ও মোহাম্মদ মোহসিনের ভারতের ভিসা হয়নি।

এবার বিষয়টি আরও বড় আলোচনার জন্ম দিয়েছে দুই ইংলিশ ক্রিকেটার আদিল রশিদ ও রেহান আহমেদের ভিসা হয়নি এখনও। এ কারণে শঙ্কার মুখে পড়ে গেছে তাদের শ্রীলঙ্কার বিপক্ষে ৬টি প্রস্তুতি ম্যাচও। ইংল্যান্ড দলের সঙ্গে এই দুজনের না যাওয়ার সম্ভাবনাই বেশি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ভিসা পেলেও সতীর্থদের সঙ্গে কবে তারা যোগ দিতে পারবেন, সেটিও অজানা। এর আগেও বিভিন্ন সময় ইংল্যান্ডের মুসলিম ক্রিকেটারদের ভিসা নিয়ে গড়িমসি করেছে ভারত। ইংলিশ স্পিনার শোয়েব বশির দুই বছর আগে ভারতে টেস্ট সিরিজে প্রথম ম্যাচ খেলতে পারেননি এই জটিলতার কারণে।

পাকিস্তানি বংশোদ্ভূত এ অফ স্পিনারকে ভিসার আবেদনপ্রক্রিয়া শেষ করতে লন্ডনে ফিরে যেতে হয়েছিল। ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদেরও অতীতে ভিসা–সংক্রান্ত সমস্যায় পড়েছেন ভারতে সিরিজ খেলার আগে। এবার একই পরিনতি হয়েছে আদিল রশিদ ও রেহান আহমেদের।

গার্ডিয়ানের মতে এই দুই ক্রিকেটারের ভিসা আবেদন নিয়ে কোনো আপত্তি নেই ভারতের। তারা দ্রুতই ভিসা পাবেন বলে আশ্বাস দেয়া হয়েছে ভারতের সরকারের পক্ষ থেকে। এই প্রক্রিয়া সহজ করার জন্য কাজ করছে যুক্তরাজ্য সরকারও। রশিদ বর্তমানে ব্যস্ত এসএ টোয়েন্টিতে। আর রেহান খেলছেন বিগ ব্যাশে।

আরো পড়ুন: