এমনটাই জানিয়েছেন ইএসক্রিকইনফো। চলতি মাসের শেষ দিকে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এখনো আনুষ্ঠানিকভাবে নাভিনের বদলি ঘোষণা করেনি। টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য রিজার্ভ তালিকায় তারা রেখেছে মিস্ট্রি স্পিনার মোহাম্মদ গাজানফারকে।
সেই সঙ্গে আছেন ব্যাটার ইজাজ আহমদজাই এবং পেসার জিয়া উর রহমান শরিফি। তাদের মধ্যে কাউকেই মূল স্কোয়াডের সঙ্গে যুক্ত করতে পারে আফগানিস্তান। এমনটাই ধারণা করা হচ্ছে। এদিকে নাভিনের চোটের ধরন এখনো নিশ্চিত নয়। তবে এটি তার জন্য আরেকটি বড় ধাক্কা।
এই পেসার আফগানিস্তানের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে। এরপর ২০২৫ সালে তিনি এসএ টোয়েন্টি এবং যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলেছিলেন। এরপর কাঁধের চোটের কারণে ২০২৫ এশিয়া কাপ মিস করতে হয় তাকে। গত বছর আইএল টি-টোয়েন্টি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন নাভিন।
এমআই এমিরেটসের (এমআইই) হয়ে খেলা ম্যাচগুলোই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে নেতৃত্ব দিতে এসএ টোয়েন্টি ছেড়েছেন রশিদ খান। মৌসুমের বাকি সময় তার জায়গায় খেলবেন কাইরন পোলার্ড।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এমআই ক্যাপটাউন বর্তমানে টেবিলের তলানিতে রয়েছে। আট ম্যাচে মাত্র দুই জয়ের বিপরীতে পাঁচ হার। একই সঙ্গে পার্ল রয়্যালস ছেড়েছেন মুজিব উর রহমানও। আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসকে রানার্সআপ করে আসা পোলার্ড ভালো ফর্মেই রয়েছেন। তার ফর্মই আশা জাগাচ্ছে এমআইকে।