বিগ ব্যাশে খেলার জন্য বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলে খেলবেন না তিনি। বিপিএলের নিলামে নামও দেননি তরুণ এই লেগ স্পিনার। মূলত নিজের ক্রিকেটের উন্নতির জন্যই বিপিএল ছেড়ে বিগ ব্যাশ খেলতে গেছেন রিশাদ। হোবার্টে বাংলাদেশি ক্রিকেটারের পাশাপাশি ইংল্যান্ডের রেহান আহমেদ ও ক্রিস জর্ডান স্কোয়াডে আছেন।
এ ছাড়া অস্ট্রেলিয়ার টিম ডেভিড, নাথান এলিস বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচেল ওয়েন, বিলি স্ট্যানলেক, ম্যাথু ওয়েড, জেইক ওয়েদারাল্ড, বে ওয়েবস্টার, ম্যাক রাইটের মতো ক্রিকেটাররা খেলবেন। অধিনায়কের দায়িত্ব পালন করবেন পেসার এলিস। হোবার্টের ডাগ আউটে যুক্ত আছেন রিকি পন্টিং।
হোবার্ট হারিকেন্স— রেহান আহমেদ, ইয়ান কার্লিসে, নিখিল চৌধুরী, টিম ডেভিড, নাথান এলিস, রিশাদ হোসেন, ক্রিস জর্ডান, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচেল ওয়েন, বিলি স্ট্যানলেক, ম্যাথু ওয়েড, জেইক ওয়েদারাল্ড, বে ওয়েবস্টার, ম্যাক রাইট।
বিগ ব্যাশে রিশাদ হোসেনের ম্যাচের সূচি:
| তারিখ | প্রতিপক্ষ | সময় | ভেন্যু |
| ১৬ ডিসেম্বর | সিডনি থান্ডার | দুপুর ২টা ১৫ মিনিট | বেলেরিভ ওভাল, হোবার্ট |
| ১৮ ডিসেম্বর | মেলবোর্ন স্টার্স | দুপুর ২টা ১৫ মিনিট | মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড |
| ২১ ডিসেম্বর | মেলবোর্ন রেনেগেডস | দুপুর ২টা ১৫ মিনিট | সিমন্ডস স্টেডিয়াম, জিলং |
| ২৬ ডিসেম্বর | পার্থ স্কচার্স | বিকেল ৪ টা ১৫ মিনিট | পার্থ স্টেডিয়াম, পার্থ |
| ২৯ ডিসেম্বর | মেলবোর্ন রেনেগেডস | দুপুর ২টা ১৫ মিনিট | বেলেরিভ ওভাল, হোবার্ট |
| ১ জানুয়ারি | পার্থ স্কচার্স | দুপুর ২টা ১৫ মিনিট | বেলেরিভ ওভাল, হোবার্ট |
| ৩ জানুয়ারি | সিডনি থান্ডার | দুপুর ২টা ১৫ মিনিট | সিডনি শোগ্রাউন্ড স্টেডিয়াম, সিডনি |
| ৯ জানুয়ারি | অ্যাডিলেড স্ট্রাইকার্স | দুপুর ২টা ১৫ মিনিট | বেলেরিভ ওভাল, হোবার্ট |
| ১১ জানুয়ারি | সিডনি সিক্সার্স | সকাল ৯ টা ৫ মিনিট | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি |
| ১৪ জানুয়ারি | ব্রিসবেন হিট | দুপুর ২টা ১৫ মিনিট | বেলেরিভ ওভাল, হোবার্ট |