বিগ ব্যাশে রিশাদের খেলা কবে, কখন

বিগ ব্যাশ
বিগ ব্যাশে রিশাদের খেলা কবে, কখন
হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশ খেলবেন রিশাদ হোসেন
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বিগ ব্যাশের সবশেষ আসরে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার কথা ছিল রিশাদ হোসেনের। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিগ ব্যাশ খেলার জন্য অনাপত্তি পত্র (এনওসি) পাননি ডানহাতি এই লেগ স্পিনার। টুর্নামেন্টের আগামী মৌসুমের জন্যও বাংলাদেশের তারকা স্পিনারকে দলে টেনেছে হোবার্ট। এবার অবশ্য পুরো মৌসুমই খেলবেন রিশাদ।

বিগ ব্যাশে খেলার জন্য বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলে খেলবেন না তিনি। বিপিএলের নিলামে নামও দেননি তরুণ এই লেগ স্পিনার। মূলত নিজের ক্রিকেটের উন্নতির জন্যই বিপিএল ছেড়ে বিগ ব্যাশ খেলতে গেছেন রিশাদ। হোবার্টে বাংলাদেশি ক্রিকেটারের পাশাপাশি ইংল্যান্ডের রেহান আহমেদ ও ক্রিস জর্ডান স্কোয়াডে আছেন।

এ ছাড়া অস্ট্রেলিয়ার টিম ডেভিড, নাথান এলিস বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচেল ওয়েন, বিলি স্ট্যানলেক, ম্যাথু ওয়েড, জেইক ওয়েদারাল্ড, বে ওয়েবস্টার, ম্যাক রাইটের মতো ক্রিকেটাররা খেলবেন। অধিনায়কের দায়িত্ব পালন করবেন পেসার এলিস। হোবার্টের ডাগ আউটে যুক্ত আছেন রিকি পন্টিং।

হোবার্ট হারিকেন্স— রেহান আহমেদ, ইয়ান কার্লিসে, নিখিল চৌধুরী, টিম ডেভিড, নাথান এলিস, রিশাদ হোসেন, ক্রিস জর্ডান, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচেল ওয়েন, বিলি স্ট্যানলেক, ম্যাথু ওয়েড, জেইক ওয়েদারাল্ড, বে ওয়েবস্টার, ম্যাক রাইট।

বিগ ব্যাশে রিশাদ হোসেনের ম্যাচের সূচি:

তারিখপ্রতিপক্ষসময়ভেন্যু
১৬ ডিসেম্বরসিডনি থান্ডারদুপুর ২টা ১৫ মিনিটবেলেরিভ ওভাল, হোবার্ট
১৮ ডিসেম্বরমেলবোর্ন স্টার্সদুপুর ২টা ১৫ মিনিটমেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড
২১ ডিসেম্বরমেলবোর্ন রেনেগেডসদুপুর ২টা ১৫ মিনিটসিমন্ডস স্টেডিয়াম, জিলং
২৬ ডিসেম্বরপার্থ স্কচার্সবিকেল ৪ টা ১৫ মিনিটপার্থ স্টেডিয়াম, পার্থ
২৯ ডিসেম্বরমেলবোর্ন রেনেগেডসদুপুর ২টা ১৫ মিনিটবেলেরিভ ওভাল, হোবার্ট
১ জানুয়ারিপার্থ স্কচার্সদুপুর ২টা ১৫ মিনিটবেলেরিভ ওভাল, হোবার্ট
৩ জানুয়ারিসিডনি থান্ডারদুপুর ২টা ১৫ মিনিটসিডনি শোগ্রাউন্ড স্টেডিয়াম, সিডনি
৯ জানুয়ারিঅ্যাডিলেড স্ট্রাইকার্সদুপুর ২টা ১৫ মিনিটবেলেরিভ ওভাল, হোবার্ট
১১ জানুয়ারিসিডনি সিক্সার্সসকাল ৯ টা ৫ মিনিটসিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি
১৪ জানুয়ারিব্রিসবেন হিটদুপুর ২টা ১৫ মিনিটবেলেরিভ ওভাল, হোবার্ট

আরো পড়ুন: রিশাদ হোসেন