মাঝারি লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনারই দুই অঙ্কের আগে আউট হয়ে যায় হোবার্টের। এক সময় ৩ উইকেটে তাদের রান ছিল ৩৯। নিখিল চৌধুরি একপ্রান্ত আগলে রেখে খেলেন ৩০ বলে ৩৪ রানের ইনিংস। এর বাইরে টিম ডেভিডের ২৮ বলে ৪২ ও ম্যাকেলিস্টার রাইটের ১৩ বলে অপরাজিত ২২ রানের ইনিংস জয় নিয়ে মাঠ ছাড়ে হোবার্ট।
এর আগে পার্থকে দেড়শর মধ্যে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি ৩ উইকেট নিয়ে পার্থকে ধসিয়ে দিয়েছেন। এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় হোবার্ট হারিকেন্স। শুরুতেই মিচেল মার্শকে ফিরিয়ে হোবার্টকে উইকেট এনে দেন রাইলি মেরিডিথ।
এরপর কুপার কনলিকে আউট করেন রিশাদ হোসেন। একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন ফিন অ্যালেন। ৪৩ রান করা এই ব্যাটারকে ফেরান মিচেল ওয়েন। অ্যারন হার্ডিকে দুই অঙ্কে যেতে দেননি রিশাদ। এরপর অ্যাস্টন টার্নারকে ফেরান রেহান আহমেদ। রিশাদ এরপরই ফিরেছেন লরি ইভান্সকে।
আউট হওয়ার আগে ইভান্স নিক হবসনকে নিয়ে ২৪ বলে ৪৫ রান যোগ করেন। রিশাদ নিজের চার ওভারের কোটায় ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। হবসন আউট হয়েছেন ২৯ রান করে। এরপর আর বেশিদূর এগোতে পারেনি পার্থের ইনিংস। হোবার্টের হয়ে দুটি উইকেট নিয়েছেন মেরিডিথ। একটি করে উইকেট নেন নাথান এলিস, ওয়েন ও রেহান।