মিরাজ কেন এতটা ব্যর্থ, জানালেন সিলেটের প্রধান কোচ
ফাইনালে তুলতে না পারলেও খুলনা টাইগার্সের সাফল্যে বড় অবদান রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। জিতেছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও। অথচ সেই মিরাজই সিলেট টাইটান্সের জার্সিতে ব্যর্থ। ব্যাটে কিংবা বলে কোথাও পারফর্ম করতে পারেননি বাংলাদেশের অলরাউন্ডার। সোহেল ইসলাম মনে করেন, টানা খেলা থাকায় ঘুরে দাঁড়ানোর সময় পাননি মিরাজ। পাশাপাশি সিলেটের অধিনায়ক মানসিকভাবেও স্থির অবস্থায় ছিলেন না।