
সেঞ্চুরি, ডিগবাজি ও ম্যাচ হারের পর জরিমানাও গুনলেন পান্ত
আইপিএলের চলতি আসরটা ঋষভ পান্তের জন্য মোটেও স্বস্তিদায়ক ছিল না। তবে শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকান লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক। উল্লাস করার সময় ডিগবাজিও দেন তিনি। তার সেই ইনিংসও অবশ্য জেতাতে পারেনি দলকে। ম্যাচের পর আরো একটি দুঃসংবাদ পেয়েছেন পান্ত। মন্থর ওভার রেটের জন্য বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে তাকে।