আইপিএলে লক্ষ্ণৌর সম্ভাব্য প্রধান কোচের তালিকায় যুবরাজ

ফ্র্যাঞ্চাইজি লিগ
আইপিএলে লক্ষ্ণৌর সম্ভাব্য প্রধান কোচের তালিকায় যুবরাজ
যুবরাজ সিং, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আইপিএলের আগামী মৌসুমের আগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দলে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দলটির নতুন প্রধান কোচ হিসেবে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের নাম আলোচনায় এসেছে।

সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি গত দুই মৌসুমে প্রত্যাশা পূরণ করতে না পারায় কোচিং স্টাফে পরিবর্তনের পরিকল্পনা করছে। ভারতের ইনসাইডস্পোর্টসের তথ্য অনুযায়ী, লক্ষ্ণৌ শিগগিরই অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে সম্পর্ক শেষ করতে পারে।

তার বিকল্প হিসেবেই যুবরাজের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন গোয়েঙ্কা। এরই মধ্যে দলটি মেন্টর জহির খানের সঙ্গে চুক্তি নবায়ন না করে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে নিয়েছে। নতুন এই পদে নিয়োগ ফ্র্যাঞ্চাইজির দিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

যদি চুক্তি সম্পন্ন হয়, তবে এটি হবে যুবরাজ সিংয়ের প্রথম পূর্ণকালীন কোচিং দায়িত্ব। খেলোয়াড়ি জীবনে আইপিএলে দীর্ঘ ক্যারিয়ার থাকলেও তিনি এখনো কোনো দলের কোচ হিসেবে কাজ করেননি। কেবল আবুধাবি টি-টেন লিগে মেন্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

যুবরাজের অধীনে শুভমান গিল ও অভিষেক শর্মার মতো তরুণ ক্রিকেটাররা অনুশীলন করেছেন এবং তাদের পারফরম্যান্সের ওপর ভারতের জাতীয় দল নির্ভরশীল। বর্তমানে যুবরাজ পাঞ্জাব কিংসের ব্যাটার প্রভসিমরান সিংয়ের সঙ্গেও কাজ করছেন।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মতে যুবরাজের অভিজ্ঞতা, আত্মবিশ্বাস ও জয়ের মানসিকতা দলের পারফরম্যান্সে নতুন উদ্দীপনা আনতে পারে। এ কারণে তরুণদের নিয়ে একটি শক্তিশালী দল গঠনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছে ফ্র্যাঞ্চাইজিটি।

আরো পড়ুন: যুবরাজ সিং