স্যামসনের বদলে স্টাবসকে নিতে ‘রাজি’ রাজস্থান

আইপিএল
স্যামসনের বদলে স্টাবসকে নিতে ‘রাজি’ রাজস্থান
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
রাজস্থান রয়্যালসের সঙ্গে সাঞ্জু স্যামসনের সম্পর্কটা বেশ পুরনো। তবে আইপিএলের গত আসরে ব্যাটিং অর্ডার নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে টানাপোড়েন সৃষ্টি হয় ডানহাতি উইকেটকিপার ব্যাটারের। যার ফলে এত বছরের সম্পর্ক ছিন্ন করে রাজস্থান ছাড়তে চান স্যামসন। অধিনায়ককে ছেড়ে দিতে অনেকটা রাজিও হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রাজস্থান ছেড়ে দিল্লি ক্যাপিটালসে যাচ্ছেন স্যামসন।

আইপিএলের গত মৌসুম শেষেই স্যামসনের পরিবারের সদস্যরা সরাসরি বলেছেন ডানহাতি উইকেটকিপার ব্যাটারের পুরনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার ইচ্ছে নেই। এমনকি তাঁর কাছের কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটারও এমন ইঙ্গিত দিয়েছেন সে যেভাবে চাচ্ছে রাজস্থানের সঙ্গে সম্পর্কটা অমন নেই। সেটার একটা বড় কারণ হতে পারে অধিনায়ক হিসেবে পুরোপুরি স্বাধীনতা না পাওয়া। রাজস্থানের মতো ভারতের টি-টোয়েন্টি দলেও ওপেনিং করেন স্যামসন।

টুর্নামেন্টের গত আসরে তিনি ইনজুরিতে পড়লে বৈভব সূর্যবংশীকে সঙ্গে নিয়ে ওপেনিং করেন ইয়াশভি জয়সাওয়াল। দুর্দান্ত ব্যাটিংয়ে আলো ছড়িয়ে জায়গাটা নিজের করে নিয়েছেন সূর্যবংশী। অন্যপ্রান্ত জায়গায়টা আগেই পোক্ত করা জয়সাওয়ালের। যার ফলে ফেরার পর তিনে ব্যাটিং করতে হয়েছে স্যামসনকে। আগামী মৌসুমেও ওপেনিং জুটি হিসেবে জয়সাওয়াল ও সূর্যকুমারবংশীকে বিবেচনা করার কথা রাজস্থানের। এমন অবস্থায় দল ছাড়তে চান স্যামসন। টুর্নামেন্ট শেষ হওয়ার পরই ফ্র্যাঞ্চাইজিকে বিষয়টি জানিয়েছেন তিনি।

স্যামসনকে নিয়ে রাজস্থানের সামনে দুটি পথ খোলা আছে। আগামী ১৫ নভেম্বর তাকে নিলামের জন্য ছেড়ে দিতে হবে নয়ত অন্য কোনো দলে ট্রেড করতে হবে। নগদ টাকার পাশাপাশি খেলোয়াড় অদলবদল করেও ট্রেড করার সুযোগ আছে তাদের কাছে। টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, স্যামসনকে ট্রেড করার খুব কাছাকাছি অবস্থায় আছে রাজস্থান। যেখানে তাদের সঙ্গে দিল্লির আলোচনা বেশ খানিকটা এগিয়েছে। স্যামসনকে দিয়ে লোকেশ রাহুলকে চেয়েছিল তারা। যদিও সেটাতে রাজি হয়নি দিল্লি।

গত মৌসুমে দলে যোগ দিয়েই দুর্দান্ত পারফর্ম করেছেন রাহুল। যার ফলে তাকে কোনোভাবেই ছাড়তে চায় না তারা। এমন অবস্থায় স্যামসনের সঙ্গে ট্রেড করতে ট্রিস্টিয়ান স্টাবসকে ছাড়তে রাজি হয়েছে দিল্লি। সাউথ আফ্রিকান ব্যাটারের সঙ্গে একজন আনক্যাপড খেলোয়াড়ও চায় রাজস্থান। আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে স্যামসনকে নিয়ে। ডানহাতি ব্যাটারকে নিয়ে চেন্নাই সুপার কিংসও তাদের সঙ্গে আলোচনা করেছে।

রবীন্দ্র জাদেজাকে দিয়ে স্যামসনকে চেয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। যদিও আলোচনা খুব বেশি দূর এগোয়নি। এদিকে রাহুলকে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দেয়ার পর টপ অর্ডারে একজন নির্ভরযোগ্য ভারতীয় ব্যাটারের খোঁজ করছে তারা। সেই সঙ্গে অধিনায়কের দায়িত্বও দিতে চায় এমন কাউকে। অভিষেক নায়ার কলকাতার প্রধান কোচ হওয়ার পর আলোচনাটা আরও বেশি সামনে এসেছে।

রাহুলের সঙ্গে অভিষেকের সম্পর্কটা বেশ পুরনো। তবে কলকাতার আসার সম্ভাবনা ক্ষীণ বলে ধরে নেয়া যাচ্ছে। কারণ ট্রেড করে কলকাতা থেকে নেয়ার মতো ক্রিকেটার দেখছে না দিল্লি। রিংকু সিং ও বরুণ চক্রবর্তীর মতো ক্রিকেটার থাকলেও তাদের কোনোভাবেই ছাড়বে না তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা। আলোচনায় আসতে পারে আন্দ্রে রাসেলের নামও। তবে দিল্লি তরুণ ক্রিকেটারদের উপর বিনিয়োগ করতে চায়।

আরো পড়ুন: আইপিএল