শামি-আইয়ারসহ ১০ ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে ফ্র্যাঞ্চাইজিরা

ফ্র্যাঞ্চাইজি লিগ
শামি-আইয়ারসহ ১০ ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে ফ্র্যাঞ্চাইজিরা
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পর সৌদি আরবের জেদ্দা- টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের নিলাম হয়েছে ভারতের বাইরে। তবে আইপিএলের আগামী আসরের নিলাম হওয়ার কথা ছিল ভারতে। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী আবুধাবিতে মিনি নিলাম আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই। আগেই জানা গেছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আগামী আসরের নিলাম হতে পারে।

মিনি নিলামের আগে ১৫ নভেম্বরের মধ্যে ধরে রাখা ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা জমা দেবে ফ্র্যাঞ্চাইজিরা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের গত মৌসুমে চড়া দাম পেলেও পারফরম্যান্সে প্রত্যাশা মেটাতে পারেননি এমন ১০ ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে দলগুলো। সেই তালিকায় আছেন মোহাম্মদ শামি, ভেঙ্কটেশ আইয়ার, লিয়াম লিভিংস্টোনের মতো ক্রিকেটাররা।

সানরাইজার্স হায়দরাবাদ— মোহাম্মদ শামি

আইপিএলের গত আসরে ১০ কোটি রুপিতে শামিকে দলে টানে সানরাইজার্স হায়দরাবাদ। ভুবনেশ্বর কুমারের অভাব পূরণে ডানহাতি পেসারকে দলে নিয়েছিল তারা। তবে পুরো টুর্নামেন্টে ৯ ম্যাচ খেলে ৫৬.১৭ গড়ে ৬ উইকেটের বেশি নিতে পারেননি শামি। পাশাপাশি ইনজুরিও একটা বড় সমস্যা। যার ফলে আগামী নিলামের আগে শামিকে ছেড়ে দিতে যাচ্ছে হায়দরাবাদ।

কলকাতা নাইট রাইডার্স— ভেঙ্কেটেশ আইয়ার, অ্যানরিখ নরকিয়া

আইপিএলের মেগা নিলামের আগে আইয়ারকে ছেড়ে দিয়েছিল কলকাতা। তাকে দলে ভেড়াতে ২৩ কোটি ৭৫ লাখ রুপি খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টের ইতিহাসের চতুর্থ দামি ক্রিকেটার আইয়ার। গত মৌসুমে ১১ ম্যাচে ২০.২৯ গড়ে ১৪২ রান করেছিলেন ভারতীয় এই অলরাউন্ডার। এমন পারফরম্যান্সের জন্য তাকে ছেড়ে দেয়ার কথা ভাবছে কলকাতা।

একই বছর ৬ কোটি ৫০ লাখ রুপিতে অ্যানরিখ নরকিয়াকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। তবে চোটের কারণে দলটির হয়ে সেভাবে ইমপ্যাক্ট রাখতে পারেননি সাউথ আফ্রিকার এই পেসার। গত আসরে মাত্র দুইটি ম্যাচ খেলে ১১.৮৬ ইকনোমি রেটে মাত্র একটি উইকেট নিয়েছিলেন নরকিয়া। তাকে ছেড়ে দিয়ে বিদেশি ক্রিকেটারের স্লট ফাঁকা করতে চায় তিনবারের চ্যাম্পিয়নরা।

মুম্বাই ইন্ডিয়ান্স— দীপক চাহার

২০১৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন দীপক চাহার। নতুন বলে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে চেন্নাইয়ের বোলিং লাইন আপের নেতা হয়েছিলেন তিনি। তবে সবশেষ কয়েক আসরে চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। যার ফলে মেগা নিলামের আগে চাহারকে ছেড়ে দেয় চেন্নাই। পরে নিলাম থেকে ৯ কোটি ২৫ লাখ রুপিতে তাকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ৯.১৭ ইকনোমি রেট ও ৩৪.১৮ গড়ে ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন। তবে দাম বেশি হওয়ায় তাকে ছেড়ে দিতে পারে ফ্র্যাঞ্চাইজিরা।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস— মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণই

গতিময় বোলিংয়ে সবার নজর কেড়েছিলেন মায়াঙ্ক যাদব। গত আসরের আগে ১১ কোটি রুপিতে ডানহাতি পেসারকে রিটেইন করে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে চোটের কারণে গত মৌসুমে দুইটির বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি। ধারণা করা হচ্ছে, মায়াঙ্ককে ছেড়ে দিয়ে মিনি নিলাম থেকে কম দামে কিনতে চায় লক্ষ্ণৌ। সমান ১১ কোটি রুপিতে রবি বিষ্ণইকেও রিটেইন করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। গত মৌসুমে ১০.৮৪ ইকনোমি রেটে ১১ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই লেগ স্পিনার। তাকেও ছেড়ে দিয়ে কম দামে ফেরাতে চায় লক্ষ্ণৌ।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু— লিয়াম লিভিংস্টোন

আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের স্কোয়াড অনেকটা গুছিয়ে নিয়েছে। তবে এখনো দলে নিজের জায়গা সেটেল করতে পারেননি লিভিংস্টোন। গত আসরে ৮ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে টানে বেঙ্গালুরু। ১০ ম্যাচ খেলে ১৬ গড় ও ১৩৩.৩৩ স্ট্রাইক রেটে ১১২ রান করেছিলেন ইংলিশ এই ব্যাটার। বোলিংয়ে নিয়েছিলেন ২ উইকেট। আগামী মৌসুমের আগে তাকে ছেড়ে দেয়ার পরিকল্পনা করছে বেঙ্গালুরু।

দিল্লি ক্যাপিটালস— জেইক ফ্রেজার-ম্যাকগার্ক

মেগা নিলামের আগে ছেড়ে দিলেও রাইট টু ম্যাচ ব্যবহার করে আবারও জেইক ফ্রেজার-ম্যাকগার্ককে দলে ফেরায় দিল্লি। যদিও ৬ ম্যাচে ৯.১৭ গড়ে ৫৫ রান করেছিলেন অস্ট্রেলিয়ান তরুণ এই ব্যাটার। এমন পারফরম্যান্সের পর ম্যাকগার্ককে ছেড়ে দিচ্ছে দিল্লি। ধারাবাহিক রান করতে পারেন এমন একজনকে খুঁজছে ফ্র্যাঞ্চাইজিটি।

রাজস্থান রয়্যালস— মাহিশ থিকশানা

কুমার সাঙ্গাকারা কোচ হওয়ায় আইপিএলের আগামী মৌসুমেও রাজস্থানের হয়ে খেলতে দেখা যাবে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। এ ছাড়া সাঞ্জু স্যামসনকে দিয়ে রবীন্দ্র জাদেজাকে ট্রেড করার আলোচনা ফলপ্রসূ হলে আরও একজন স্পিনার বাড়বে তাদের। যার ফলে ৯.৭৬ ইকনোমি রেটে ১১ ম্যাচে ১১ উইকেট নেয়ার পরও মাহিশ থিকশানাকে ছেড়ে দিচ্ছে রাজস্থান। হাসারাঙ্গা অলরাউন্ডার হওয়ায় তাকে রেখে থিকশানাকে ছাড়ার কথা ভাবছে তারা।

চেন্নাই সুপার কিংস— ডেভন কনওয়ে

ট্রেডে রাজস্থান ছেড়ে চেন্নাইয়ে যোগ দিতে যাচ্ছেন স্যামসন। পাঁচবারের শিরোপাজয়ীদের হয়ে ওপেনিং করতে দেখা যাবে তাদের। এমন অবস্থায় ডেভন কনওয়েকে ছেড়ে দেয়ার কথা ভাবছে ফ্র্যাঞ্চাইজিটি। গত মৌসুমে ৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নেয়ার পর ৬ ম্যাচে ১৩১ স্ট্রাইক রেটে ১৫৬ রান করেছিলেন। টপ অর্ডারে আরও আগ্রাসী কাউকে খুঁজছে তারা। রাচিন রবীন্দ্রকেও ছেড়ে দিতে পারে চেন্নাই।

আরো পড়ুন: আইপিএল