বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া এক বিবৃতিতে ডিয়াজিও জানায়, তারা আরসিবি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এটি তাদের ‘বিনিয়োগের কৌশলগত পর্যালোচনা'র অংশ। ভারতের ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের (ইউএসএল) মালিকানাধীন প্রতিষ্ঠান ডিয়াজিও বর্তমানে আইপিএল ও মহিলা প্রিমিয়ার লিগে দুটি দল পরিচালনা করে।
ইউএসএলের সিইও প্রবীণ সোমেশ্বর বলেন, 'আরসিএসপিএল ইউএসলের একটি মূল্যবান ও কৌশলগত সম্পদ। তবে এটি আমাদের অ্যালকোবেভ ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ নয়। এই পদক্ষেপ আমাদের পোর্টফোলিও পুনর্মূল্যায়নের প্রক্রিয়াকে আরও এগিয়ে নেবে এবং দলের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করবে।'
ডিয়াজিওর বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দলের নতুন মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার আশা রাখা হচ্ছে। সংস্থাটি জানায়, তারা এমন ক্রেতা খুঁজছে যারা দলটির বর্তমান কাঠামো ও উন্নয়নের ধারাকে বজায় রাখতে আগ্রহী।
এর আগে থেকেই শোনা যাচ্ছিল, ডিয়াজিও ক্রিকেট থেকে তাদের সরাসরি সম্পৃক্ততা কমাতে চাইছে। তারা মূলত পানীয় শিল্পে নিজেদের ব্যবসায়িক চিন্তাভাবনা বাড়াতে আগ্রহী, যার ফলশ্রুতিতেই এই সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে।
২০২৫ সালে বিরাট কোহলির নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয় আরসিবি। তার আগের বছর মহিলা প্রিমিয়ার লিগে স্মৃতি মন্ধানার দলও শিরোপা জেতে। টানা দুই বছরে এই সাফল্যের পরও মালিকানা বদলের সিদ্ধান্তে অবাক বেঙ্গালুরুর ক্রিকেটভক্তরা।