জহির খানের জায়গায় মুডিকে নিয়োগ দিয়েছে লক্ষ্ণৌ। তিনি দায়িত্ব পালন করবেন দলের গ্লোবাল ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে। ফ্র্যাঞ্চাইজিটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানায়, 'অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি, নেতৃত্ব- স্বাগতম সুপার জায়ান্টস ইউনিভার্সে, টম মুডি!'
খেলোয়াড়ি জীবনে অসাধারণ অলরাউন্ডার ছিলেন মুডি। খেলোয়াড়ি জীবনের পর কোচ হিসেবেও সমানভাবে সফল তিনি। ২০০৭ আইসিসি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ফাইনালে তুলেছিলেন এই অস্ট্রেলিয়ান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ও বিগ ব্যাশ লিগেও কাজ করেছেন অভিজ্ঞ এই কোচ।
তবে মুডির সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায় এসেছে আইপিএলে। সানরাইজার্স হায়দরাবাদের কোচ হিসেবে ২০১৬ মৌসুমে দলকে এনে দেন একমাত্র শিরোপা। তার নেতৃত্বে নিয়মিতভাবে প্লে-অফে খেলেছিল হায়দরাবাদ। পরবর্তী সময়ে তিনি দলের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবেও দায়িত্ব পালন করেন।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার অভিজ্ঞতা ও কৌশলগত চিন্তাভাবনা লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জন্য বড় সম্পদ হতে পারে। আইপিএলে মাত্র দুই মৌসুমে প্রতিযোগিতামূলক দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে তারা। এবার মুডির অভিজ্ঞতা যোগ হবে সেই যাত্রায় নতুন মাত্রা হিসেবে।
মুডির তত্ত্বাবধানে লক্ষ্ণৌ আগামী মৌসুমে আরও পরিপক্ক কৌশলে এগোবে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি। অভিজ্ঞতা ও পরিকল্পনার সমন্বয়ে দলটি ২০২৬ মৌসুমে আরও শক্তিশালী হয়ে মাঠে নামার প্রত্যাশায় রয়েছে।