তামিমের প্রত্যাবর্তনের ম্যাচে হারল চট্টগ্রাম
তিনটি সিঙ্গেল নিয়ে ইনিংস শুরু করেছিলেন তামিম ইকবাল। এরপর একটি বাউন্ডারি ও একটি ক্রিজ ছেড়ে বেরিয়ে ছক্কা। তবে এরপর আর ইনিংস বড় করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। তিনি ১০ বলে ১৩ রান করে শেষ হয়েছে তামিমের প্রত্যাবর্তনের ইনিংস। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে চট্টগ্রাম বিভাগ।