জাতীয় লিগে বিদেশি ক্রিকেটারের ভাবনায় বিসিবি

ঘরোয়া
জাতীয় লিগে বিদেশি ক্রিকেটারের ভাবনায় বিসিবি
এনসিএলের বর্তমান চ্যাম্পিয়ন সিলেট বিভাগ, বিসিবি
Author photo
আবিদ মোহাম্মদ
· ১ মিনিট পড়া
একটা সময় ডিপিএলে খেলে গেছেন অরুণ লাল, প্রণব রায়, ওয়াসিম জাফর, অজয় জাদেজা, অরবিন্দ ডি সিলভা, সনাৎ জয়াসুরিয়া, ওয়াসিম আকরাম, সেলিম মালিক, মোহাম্মদ ইউসুফের মতো ক্রিকেটার। সবশেষ এক যুগে খেলেছেন দীনেশ কার্তিক, ইয়ন মরগান, ডেভিড মালান, লুক রাইটরাও। তবে সবশেষ কয়েক বছরে ক্রমশই কমেছে তারকা ক্রিকেটারের সংখ্যা। ডিপিএলে একটা সময় বিদেশি তারকার কমতি না থাকলেও বর্তমানে দেশের ঘরোয়া টুর্নামেন্টে বিদেশিই খেলাচ্ছে না ক্লাবগুলো।

ডলার–সংকটে জেরেই ২০২৩-২৪ মৌসুমের আগে বিদেশি ক্রিকেটার খেলানোর রীতি থেকে সরে আসে দলগুলো। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিবিও তাতে সায় দেয়। পরের আসরেও বহাল ছিল একই নিয়ম। অদূর ভবিষ্যতে ডিপিএলে আবার বিদেশি ক্রিকেটার দেখা যাবে কিনা সেটার নিশ্চয়তা নেই। অথচ জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বিদেশি ক্রিকেটার খেলানোর কথা ভাবছে বিসিবি।

চলতি বছরের অক্টোবরে মাঠে গড়াতে পারে এনসিএলের প্রথম শ্রেণির সংস্করণ। টুর্নামেন্টের প্রতিযোগিতার পাশাপাশি চ্যালেঞ্জ বাড়াতেই এমন পথে হাঁটার সিদ্ধান্ত নিতে যাচ্ছে টুর্নামেন্ট কমিটি। এনসিএলে বিদেশি ক্রিকেটারের ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। ২০০০ সালের দিকে এনসিএলেরে চার দিনের টুর্নামেন্টে খেলে গেছেন ইমরান ফরহাত, আমির ওয়াসিমদের মতো ক্রিকেটাররা।

ওই বছরের পর থেকে অবশ্য বিদেশি ক্রিকেটারদের খেলতে দেয়া হয়নি। তবে ২৫ বছরের পুরনো রীতিতে ফিরে যেতে চাচ্ছে বিসিবি। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন টুর্নামেন্ট কমিটির চিফ কো-অর্ডিনেটর অব প্রোগ্রামের দায়িত্বে থাকা মিনহাজুল আবেদীন নান্নু। আপাতত আলোচনার প্রাথমিক পর্যায়ে থাকলেও বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

নান্নু বলেন, ‘আমাদের তো ২০০০ সালের দিকে এনসিএলে একজন করে বিদেশি ক্রিকেটার খেলতো, আমরা চাইছি সেই নিয়মে ফিরতে। যদিও এখনও কিছু চুড়ান্ত নয়... সব আলোচনার পর্যায়ে আছে। আমরা প্রস্তাব দেব, বাকি সিদ্ধান্ত দ্রুতই নেয়া হবে।’

জানা গেছে, শুরুর দিকে আট দলের এই টুর্নামেন্টে প্রতিটি দলের জন্য দুজন বিদেশি ক্রিকেটার খেলানোর ভাবনায় ছিল বিসিবি। পরবর্তীতে সেই ভাবনা থেকে সরে এসে আপাতত শুধু একজন করে বিদেশি খেলানোর পরিকল্পনা করছে বিসিবি। এদিকে চার দিনের টুর্নামেন্টের আগে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সেখানে অবশ্য সব দেশি ক্রিকেটাররা খেলবেন।

আরো পড়ুন: এনসিএল