গাজী ক্রিকেটার্সকে হারিয়ে আবাহনীর সাতে ছয়
পারভেজ হোসেন ইমন ও জিসান আলমকে হারালেও আবাহনীকে পথ হারাতে দেননি মোহাম্মদ মিঠুন ও নাজমুল হোসেন শান্ত। তাদের দুজনের শত রানের জুটিতে ২ উইকেট হারানো আবাহনীর রান ১৪৭। দুইশ রানের লক্ষ্য তাড়ায় বর্তমান চ্যাম্পিয়নদের এমন ম্যাচ হারার খুব বেশি সুযোগ নেই বললেই চলে। তবে মিঠুন, শান্তদের বিদায়ে হঠাৎই ছন্দ হারায় আবাহনী।